বুধবার, ৩১ মে, ২০১৭

শান্তা


শান্তা



শান্তা।
দশরথ-কৌশল্যার কন্যা। শান্তা রামের চেয়ে বয়সে বড় !

বাল্মীকি রামায়ণে,  কৃত্তিবাসি রামায়ণে,  শান্তা অনুল্লিখিত !

তবে ওড়িয়া এবং তেলেগু রামায়ণে,  শান্তার উল্লেখ আছে !



শান্তা।
অঙ্গরাজ্যের রাজা,  দশরথের সখা,  লোমপাদ ( তিনি রোমপাদ হিসাবেও চিহ্নিত ),  এবং তাঁর রানি, দশরথ-পত্নী,  কৌশল্যার দিদি,  বার্ষিণীর দত্তক কন্যা !

ঋষ্যশৃঙ্গ মুনি, শান্তার স্বামী।

বিভাণ্ডক মুনি, ঋষ্যশৃঙ্গ মুনির পিতা।

কৃষ্ণসারমৃগের  ( antelope ) গর্ভে,  ঋষ্যশৃঙ্গ মুনির জন্ম !
সেই জন্য,  ঋষ্যশৃঙ্গ মুনির শিংটা  permanent !

সোমবার, ২৯ মে, ২০১৭

পঞ্চকন্যা


পঞ্চকন্যা



মমতার পঞ্চকন্যা !
মমতার তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানের পঞ্চকন্যা !

১। রানি মুখার্জি
২। সুস্মিতা সেন
৩। বিপাশা বসু
৪। কোয়েল মল্লিক
৫। মৌসুমি চ্যাটার্জি

এই পাঁচজনের পশ্চাদ্‌চালচিত্র চলচিত্র !


ভারতীয় পৌরাণিক পঞ্চকন্যা !
এঁরা সকলেই প্রাতঃস্মরণীয়া !

১। অহল্যা
২। তারা
৩।মন্দোদরী
৪। কুন্তী
৫। দ্রৌপদী

এঁরা প্রত্যেকেই,  তাঁদের নিজ নিজ জীবনে বিখ্যাত !


তারা।
সুষেণদুহিতা।
ছিলেন কপিরাজ বালীর পত্নী।
মহাবীর অঙ্গদ,  এঁদের পুত্র।

বালীর মৃত্যুর পরে,  বালীর ভাই,   সুগ্রীবের সাথে,  তারার আবার বিবাহ হয় !
এই তারা,  প্রাতঃস্মরণীয় পঞ্চকন্যার একতম !


অন্য তারা।
এই তারা,  দৈত্যগুরু বৃহস্পতির পত্নী।

 চন্দ্র তারাকে হরণ করেন !

অতঃপর অনেক টালবাহানার পর,  বৃদ্ধ ব্রহ্মা,  তারাকে,  বৃহস্পতির হস্তে প্রদান করেন !

তার আগে একটা সর্বনাশ হয়ে যায় !
তারার গর্ভে,  চন্দ্রের এক পুত্রসন্তান জন্মায় !

সেই পুত্রের নাম,  বুধ !

বুধ,  চন্দ্রবংশের আদিপুরুষ !
[ সূত্র : বিষ্ণুপুরাণ, ৪.৬ ]।


শুক্রবার, ২৬ মে, ২০১৭

ব্রতদাস ব্রতদাসী


ব্রতদাস ব্রতদাসী



মঙ্গলকাব্যে আছে,  ব্রতদাস আর ব্রতদাসীর কথা !

এঁরা ছিলেন স্বর্গের এক পুরুষ এবং এক স্ত্রী দম্পতি !

কিন্তু তাঁরা কোন কারণে,  শাপভ্রষ্ট হয়ে,  দুজনেই,  পৃথিবীতে জন্ম নিতে আসেন !

এবং  তাঁরা জন্মও নেন !


একজন অন্যজনকে,   সেই আগেকার মতন ভালোবাসেন !

সেই দম্পতি,  পৃথিবীতে,   দম্পতি হিসাবেই থাকেন !

দেবতাদের পূজা-অর্চনা করেন !

নানা ব্রত প্রতিপালন করেন !

অন্যদের উৎসাহ দেন !

আবার এসবের বাইরে,  নানা কর্তব্য কাজ করেন !


পরে আবার সময় হলে,  স্বর্গে ফিরে যান !

ওখানে গিয়েও,  দম্পতি হিসাবেই,  থেকে যান !

তাঁরা,  ব্রতদাস ব্রতদাসী হিসাবেই,  ফের স্বর্গে শোভা পান !

ক্যারিস্‌মা


ক্যারিস্‌মা




ক্যারিস্‌মা !
Charisma !

A spiritual power given by God !

ভগবৎদত্ত আধ্যাত্মিক শক্তি !

Genius of an extraordinary high degree !

অনন্যসাধারণ প্রতিভা !

Capacity to inspire and influence one's fellow's !

সঙ্গী-সাথী,  সহকর্মী প্রভৃতি ব্যক্তিদের,  উদ্ভুব্ধ ও প্রভাবিত করবার ক্ষমতা !  বলতে পারেন,  অন্তর্নিহিত শক্তি !

Charismatic, adjective !


মা মহামায়া


মা মহামায়া



শ্রীশ্রীচণ্ডীরূপে, মা মহামায়া !

শ্রীশ্রীচণ্ডীতে

মা মহাকালী
মা মহালক্ষ্মী
মা মহাসরস্বতী
এই তিন মহান মাতৃরূপা দেবীর উল্লেখ আছে !

এঁরা সকলেই মা মহামায়ার স্বীয় মূর্তিবিশেষ !

অসুর নিধন যজ্ঞকার্যে,  ঐ তিন দেবীকে দিয়ে,  মা মহামায়া,   তাঁর বিহিত কার্য,   সুসম্পন্ন করেছিলেন !

তখনকার দিনে,  বিচার ব্যবস্থা,  জেল বা সংশোধনাগার ছিল না !
তাই,  punishment ছিল,  একেবারে বর্বরঅত্যাচার আর নির্মম !
একেবারে খতম !

সদলবলে এবং নির্বংশে খতম !

স্ট্যাচু অব লিবার্টি


স্ট্যাচু অব লিবার্টি



বিশাল মূর্তি !

ফ্রান্স  ১৮৮৬ সালে,  যুক্তরাষ্ট্রকে,   উপহার হিসাবে দিয়েছিল !

স্ট্যাচুটি,  দাঁড়িয়ে আছে,   নিউইয়র্কের লিবার্টি আইল্যান্ডের,   হাডসন নদীর মোহনায় !

তামার মূর্তি !

সোনা নয়। রূপো নয়। মূর্তিটি তামার !

উৎসর্গিত করা হয়েছিল,  অক্টোবর ২৮শে,  ১৮৮৬ সালে !

মূর্তিটির নকশা করেছিলেন,  ফেড্রিক বারকোল্ডি,  এবং,  গুস্তাভো আইফেল ( ফরাসি উচ্চারণ, 'ইফেল' )।

এই গুস্তাভো,  যিনি,   আইফেল টাওয়ারের  নকশা করেছিলেন !

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

ভগীরথ


ভগীরথ



ভগীরথ জন্মের সময় যেন একটা মাংসপিণ্ডের মতো ছিলেন !
তাঁর শরীরে হাড়ের দৃঢ়তা ছিল না !
শরীরের হাড় শক্তপোক্ত ছিল না !
ছিল নমনীয় !
Soft !
সম্ভবত ছিল
Osteopenia
Osteomalacia. 
Osteoporosis.
.

ভগীরথ সোজাভাবে দাঁড়াতে পারতেন না !
চলাফেরাও করতে পারতেন না !
কালক্রমে ভগীরথের সেই অবস্থা থেকে উত্তরণ হয় !
তাঁর জীবনে উত্তেজন ওঠে !

অষ্টাবক্র মুনির  prescription-এর দরুণ,  প্রচুর Calcium আর vitamin D খেয়ে !
আর calcitonin nasal spray ব্যবহার করে !
 

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

পরশুরাম



পরশুরাম



বিষ্ণু ভগবানের,   দশ অবতারের মধ্যে,   ষষ্ঠ অবতার,   পরশুরাম !

শুভ অক্ষয় তৃতীয়ায়,  পরশুরাম,  ধরাধামে আবির্ভূত হন !

রাম,  পরশুরামকে নিয়ে, কি না করেছিলেন !
হেনস্থা করেছিলেন !
জনক রাজার মেয়ে,  সীতার বিয়ে বাড়ি থেকে,  রাম,  কার্যত,  পরশুরামকে তাড়িয়ে দিয়েছিলেন !

রামচন্দ্র,  পরশুরামের কাছ থেকে,  পরশুরামের ধনুক গ্রহণ করার ছলে,  পরশুরামের  'বিষ্ণুতেজ'  "হরণ" করে, পরশুরামকে নিঃস্ব করে দিয়ে,  পরশুরামকে পরাজিত করে,  ছেড়ে দেন !

পরশুরাম,  অতঃপর,  মনের দুঃখে,  মহেন্দ্র পর্বতের বনে চলে যান !

মহেন্দ্রপর্বত।
উড়িষ্যা ( ওড়িশা ) ও উত্তর প্রদেশের মধ্যবর্তী শৈলশ্রেণী।

তারপর থেকে,  ধীরে ধীরে, একটু একটু করে,   সৎ অর্থেই,  রামরাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়েছিল !

বামরাজ্যের কলঙ্ক একটাই,   রাম  লক্ষ্মণের সহায়তায়,   গর্ভবতী সীতাকে,   'তালাক'  দিয়েছিলেন !

লক্ষ্মণ।
রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা।
লক্ষ্মণ, সুমিত্রানন্দন !


পরশুরাম চিরঞ্জীবী। চিরজীবী !
পরশুরাম ছাড়াও,  অন্য আরো  ছয় জন,  চিরঞ্জীবী আছেন !
তাঁরা, কৃপাচার্য, বলিরাজ,  ব্যাসদেব, বিভীষণ ও রামচন্দ্রের একান্ত ভক্ত,  হনুমান !

রামচন্দ্র কিন্তু চিরঞ্জীবী নন !

পরশুরাম অক্ষর।
তাঁর অক্ষয় অায়ু !
তিনি এখনও বুকের ভেতর টেনে চলেছেন,  প্রশ্বাসের অক্সিজেন মিশ্রিত বায়ু !

এই অক্ষয় তৃতীয়ার তিথিই,  পরশুরাম জয়ন্তী !

পরশুরামের পিতা জমদগ্নি ঋষি।
মাতা রেণুকা।
রেণুকার গর্ভে জমদগ্নির পাঁচটি পুত্র জন্মে।
তাদের মধ্যে, পরশুরাম, কনিষ্ঠতম।
ছোটবেলায়, পরশুরাম,  'রাম',  হিসাবেই পরিচিত ছিলেন।
পরে,   'পরশু' ( কুঠার, টাঙ্গি  )  অস্ত্র ধারণ করে,  'পরশুরাম'  হিসাবে পরিচিত হন।
পরশুরাম, বার বার,   একুশ বার,  ক্ষত্রিয়কুল নির্মূলকারী,  পরশুধারী রাম।

পরশুরামের অন্য নাম,  ভার্গব। জামদগ্ন্য।

সোমবার, ২২ মে, ২০১৭

নদিয়া জেলায় কর্কটক্রান্তি রেখা


নদিয়া জেলায় কর্কটক্রান্তি রেখা



কর্কটক্রান্তি  ( Tropic of Cancer ) রেখা,  নদিয়া জেলাকে দু'ভাগে ভাগ করেছে !
কর্কটক্রান্তিরেখা,   নিরক্ষরেখার  ২৩ ডিগ্রি ২৭ মিনিট অংশ   উত্তরের অক্ষরেখা।

পূর্বদিকে মাজদিয়া,  পশ্চিম দিকে চাপড়া,  নবিনগর,  মধুপুর,  কৃষ্ণনগরের উত্তরে ঘূর্ণি,  কালিদহ,   পাণিনালা,   হরনগর, আনন্দনগর,  ভক্তনগর,  হাঁসাডাঙ্গা-বনগ্রাম,  চৌগাছা, মায়াকোল,  বাহাদুরপুর প্রভৃতির ওপর দিয়ে চলে গেছে !

সে কারণে,  ঐ সব অঞ্চলে,  গরম কালের  তাপমাত্রা, পারিপার্শ্বিক অঞ্চলের চেয়ে,    ২-৩ ডিগ্রি সেন্ট্রিগ্রেড  বেশি থাকে !
শীত কালে আবার অনুরূপ ভাবে,  ঐ সব অঞ্চলে, পারিপার্শ্বিক অঞ্চলের চেয়ে,  তাপমাত্রা,   ২-৩ ডিগ্রি সেন্ট্রিগ্রেড কম থাকে !

নদিয়া জেলা ভাগ


নদিয়া জেলা

নদিয়া জেলা ভাগ


ভারতবর্ষের বঙ্গদেশের,  অবিভক্ত নদিয়া জেলায়,   ছিল পাঁচটি মহকুমা !

১। কৃষ্ণনগর সদর মহকুমা
২। রানাঘাট মহকুমা।

৩। কুষ্ঠিয়া মহকুমা
৪। মেহেরপুর মহকুমা
৫। চুয়াডাঙ্গা মহকুমা।

১৯৪৭ সালের   ১৪ই আগষ্ট/১৫ই আগষ্ট,   দেশ বিভাগে,    পাঁচটি মহকুমাই চলে গিয়েছিল,   (  পূর্ব ) পাকিস্তানের দিকে !

পরে,   ঐ ১৯৪৭ সালের,   ১৮ই আগষ্ট,   কৃষ্ণনগর সদর মহকুমা  এবং  রানাঘাট মহকুমা,   ফিরে এলো,   ভারতের দিকে !

কুষ্ঠিয়া মহকুমা,   মেহেরপুর মহকুমা,   চুয়াডাঙ্গা মহকুমা,   থেকে গেল,   ( পূর্ব ) পাকিস্তানের দিকেই !

এইভাবে নদিয়া জেলা ভাগ হল !


অক্ষয় তৃতীয়া ৩


অক্ষয় তৃতীয়া ৩



অক্ষয় তৃতীয়ার দিনে ( তিথিতে ),  গঙ্গাকে,  মর্ত্যে এনেছিলেন,  ভগীরথ !

এই তিথিতে গঙ্গাস্নান,  অতীব পুণ্যজনক !

পুণ্য।
সৎকর্ম। সুকৃতি ! গঙ্গাস্নানের সৎকর্মের শুভ ফলে,  পরলোকে সদ্‌গতি লাভ হয় ! ওটি একটি ধর্মানুষ্ঠান !

আর এ জন্মে গঙ্গাস্নান হয় !

গঙ্গাস্নানের কত delayed effect !

এ জন্মে গঙ্গাস্নান। তো মৃত্যুর পরে,  পরলোকে,  সদ্‌গতি লাভ !

তাই পবিত্র গঙ্গা স্তোত্র উচ্চারণ করে,   ফুল ফল ধূপ গঙ্গাজল দিয়ে,   গঙ্গার পূজা করুন !

'তঁ গং গঙ্গায় নমহঃ' !

রবিবার, ২১ মে, ২০১৭

অন্নপূর্ণা


অন্নপূর্ণা



দেবী পার্বতী,  শুভ অক্ষয় তৃতীয়ার দিন,   'মা অন্নপূর্ণা' রূপে,  তিনি  নিজেই আবির্ভূতা হয়েছিলেন !
সেই দিন তিনি নিজেই,  প্রথম বারের জন্য,  হেঁসেলে গিয়েছিলেন !
কাঠ জ্বেলে, কাঠের আগুনে, অন্ন ব্যঞ্জন পায়সান্ন, রান্না করেছিলেন !
উনি তো আর পরিমাণ জানতেন না,  তাই,  রাঁধতে রাঁধতে,  অন্নকূট পরিমাণ,  রান্না করে ফেলেছিলেন !
স্বামী মহাদেবকে সেই অন্ন ইত্যাদি পেটপুরে ভোজন করিয়েছিলেন !
হাতপাখা দিয়ে বাতাস করেছিলেন !
মহাদেব চেটেপুটে সব খেয়েছিলেন ! এমন কি ভুল করে কলাপাতাটাও খেয়ে ফেলেছিলেন !
তাই দেখে পার্বতী খুব হেসেছিলেন !

মহাদেবকে খাইয়ে দেবী পার্বতী এমন আপ্লুত হয়েছিলেন,  যে,  তিনি আর দেবী পার্বতী অবয়বে,  হাতে অস্ত্রশস্ত্র নিয়ে, অসুর নিধনে, ফিরে যান নি !
শরীরের বর্ম-টর্মগুলোও খুলে ফেলেছিলেন !

তারপর থেকে দেবী অন্নপূর্ণা রূপেই, তিনি,   হয়েছিলেন মান্যি !

অন্নপূর্ণা এমনিতে দ্বিভুজা !
তাঁর বাম হাতে সোনার অন্নপাত্র,  ডান হাতে রূপোর হাতা !
শিবঠাকুর কাঁচুমাচু মুখে,  তাঁর প্রসারিত ডান হাত এগিয়ে রেখেছগন,  ভিক্ষা অন্ন পাবেন বলে !

তবে দক্ষিণামূর্তি সংহিতায়,  অন্নপূর্ণা চতুর্ভুজা !
কাশীতে চতুর্ভুজা অন্নপূর্ণার মূর্তি, অন্নপূর্ণা মন্দিরে, প্রতিষ্ঠিতা আছেন !

অক্ষয় তৃতীয়া ২


অক্ষয় তৃতীয়া ২



ঘরের দরজায় অক্ষত ( নিখুঁত ) একুশটি আমপাতায়  সিঁদুর-সরষেরতেল  মাখিয়ে  দড়ি বেঁধে  ঝুলিয়ে দিন !
কেন একুশটি আমপাতা,  তার কোন সদর্থক বর্ণনা,  আমি,  শাস্ত্রে পাইনি !
ঘর মোছার সময়,  কিছুটা নুন,  কিছুটা হলুদবাটা বা হলুদগুঁড়ো,  ঘর মোছার জলে মিশিয়ে দিন ! তরপর ঘর মুছুন !
বাড়ির সদর দরজা পরিষ্কারের সময়,   নীল জলে গুলে,  সেই নীল গোলা জল দিয়ে,  সদর দরজা পরিপাটি করে পরিষ্কার করুন !
বাড়ির অন্যান্য দরজা-জানলাগুলোও,  সেই রকম ভাবে পরিষ্কার করুন !
কিছু সুগন্ধি ফুল ঘরে রাখুন !
সন্ধ্যেবেলায় ধুনো জ্বালুন ! ধুনো জ্বালানোর সময়, নারকোলের ছোবড়ার সঙ্গে,  সামান্য কয়েকটা নিমপাতা গুঁজে দিন !

শনিবার, ২০ মে, ২০১৭

অক্ষয় তৃতীয়া


অক্ষয় তৃতীয়া



অক্ষয় তৃতীয়া !
অক্ষয় তৃতীয়া তিথি  'অক্ষয়' !
বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, চিরন্তনরূপে চিহ্নিত !
এই দিন চন্দ্র এবং সূর্য,  সব থেকে নাকি উজ্জ্বল !
কোন এক অক্ষয় তৃতীয়ায়, সত্যযুগের সূচনা হয়েছিল !
অক্ষয় তৃতীয়ার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,  প্রতিটি মুহূর্তই মঙ্গলময় ! দারুণ ভাবে শুভ !
তবে অক্ষয় তৃতীয়ারদিনের রাত সম্বন্ধে,  সে কথা বলা হয় নি !

সুপ্রাচীন সভ্যতা


সুপ্রাচীন সভ্যতা


বিশ্বের জাঁকজমক পূর্ণ সুপ্রাচীন ছেচল্লিশটি সভ্যতার মধ্যে,  পঁয়তাল্লিশটি সভ্যতার প্রাণবন্ত অস্তিত্ব আর নেই !

পঁয়তাল্লিশটি সভ্যতার আর জীবন্ত সত্তা নেই !

সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে,  শুধু মাত্র অনাদি হিন্দু সভ্যতা বেঁচে আছে !

ভবিষ্যতেও সম্ভবত অনন্ত কাল,  হিন্দু সভ্যতা,  বেঁচে থাকবে !

কারণ সে সভ্যতা সনাতন সভ্যতা !

সনাতন।
চিরবর্তমান। শাশ্বত। ঈশ্বর ব্রহ্ম শিব বিষ্ণুর মতন অক্ষর !

হিন্দুরা,   তাদের সুপ্রাচীন সভ্যতা   সংস্কৃতি   বাঁচিয়ে রাখার জন্য,  শুভ স্বস্তিক আলপনা,  যুগ যুগ ধরে,  আঁকবে !

স্বস্তিক।
শুভ মাঙ্গলিক বজ্রচিহ্নবিশেষ ! ভারতীয় সভ্যতার জয়চিহ্ন !

স্বস্তিক।
সূর্যের প্রতিরূপ।  Solar Symbol !

স্বস্তি ! স্বস্তি ! স্বস্তি !

ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি !

মোহনদাস কর্মচন্দ গাঁধী


মোহনদাস কর্মচন্দ গাঁধী



মোহনদাস কর্মচন্দ গাঁধী !
তাঁকে জাগিয়ে তুলে,  'বিজেপি'র বিষ খাওয়ানোর ফন্দি !

মোহনদাস,  কি ভাবে জাতির জনক হলেন ?

কে কে কারা কারা ওঁনাকে জাতির জনক বানালেন ?

তাঁদের কি কি স্বার্থ ছিল ?

গাঁন্ধিজির চশমাও প্রতীক হয় কি ভাবে ?

আপনাদের মহাত্মা কি বাঙালি হিন্দুদের বিদ্বেষী ছিলেন ?

সুভাষের প্রতিপক্ষ ছিলেন ?

গান্ধিজি কি  pro-muslim  ছিলেন ?

উনি কি জাতীয় কংগ্রেসের  primary membership  ছেড়েছিলেন ?

ব্রিটিশদের কাছে,  মহাত্মাজির কি  status  ছিল  ?

মহাত্মাজিকে,   কে বা কারা,  খুন করেছিলেন ?

গুলি লাগার পর, মহাত্মাজিকে  first aid  দেওয়া হয়েছিল ?

কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল ? 

কেন খুন হয়েছিলেন !

মহাত্মাজির মৃতদেহের কি  postmortem ( autopsy )  হয়েছিল ?

তালাক


তালাক



মাথায় হিজাব,  পরনে কালো গাউন,  মুসলিম মহিলা আইনজীবীদের ভিড়ে ভর্তি সুপ্রিমকোর্টের দর্শকাসন !

সায়রা বানো
আফরিন রেহমান
গুলশন পারভিন
ইশরত জাহান
আতিয়া সাবরি

তিন তালাকের বিরুদ্ধে,  বিচারের প্রার্থনায়,  সুপ্রিমকোর্টে যান !

মুখের কথায় তালাক হয় !
ফোনে তালাক হয় !
স্পিড পোস্টে তালাক হয় !
তবে তো ফেসবুকেও,  যেমন বন্ধুত্ব হয়,   তেমন তালাকও হতে পারে !

ভালো না লাগলে, তালাক হয় !
মন্দ লাগলেও তালাক হয় !

তালাক।
মুসলমান বিবাহিত পুরুষদের,  স্ত্রী-ত্যাগ !
মুসলমানদের বিবাহবিচ্ছেদ !

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  এতদিনের,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !

একজন মুসলিম মহিলা,  একই সময়ে,  একাধিক মুসলিম পুরুষকে,  বিবাহ করতে পারেন না !
তাঁরা, স্বামিদের তালাক দিতেও পারেন না !

তিন।
তিনকাল। শৈশব। যৌবন। প্রৌঢ়ত্ব।
তিনকুল। পিতৃবংশ। মাতৃবংশ। শ্বশুরবংশ।
তিনসন্ধ্যা। প্রাতঃকাল। মধ্যাহ্নকাল। অপরাহ্ন কাল। এই তিন বেলা।
তিনাঞ্জলি। তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ।

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !
তিন তালাক,   মুসলমান বিবাহিত মহিলাদের ক্ষেত্রে,  স্বামী কতৃক নিক্ষেপিত  মারণাস্ত্র !

তালাক।
মুসলমান পুরুষের মন চাইলে, তালাক হয় !
বিবিকে না-চাইলে, তালাক হয় !
আল্লার দৈববাণী শুনলে তালাক হয় !
যৌনজড় বিবিদের ক্ষেত্রে, তালাক হয় !
অতি কামুকী বিবিরও তালাক হয় !

তালাক কিসে হয়,  আর কিসে না হয়,   তা আল্লাহ-ই জানেন !

তালাক রদ করা,  যদি সম্ভব হয়,   ভারতের বুকে,  তা হবে,    ইসলামধর্মের সম্ভাবনাময়   এক সাংসারিক বিপ্লব ! এক সম্ভাবনাময় সামাজিক বিপ্লব ! এক সম্ভাবনাময় ধর্মীয় বিপ্লব !

ওটা কি হবে,  তবে,   এক সম্ভাবনাময়,   ইসলামের  ধর্ম-বিপ্লব ?

সংকীর্তন


সংকীর্তন



সংকীর্তনের মাধ্যমে,  প্রথম গণমিছিল আহ্বান করেছিলেন,  চৈতন্যদেব !

সংঘবদ্ধভাবে,  সমবেত হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে,  বঙ্গদেশে,  প্রথম জনসংগঠকের ভূমিকা,  গ্রহণ করেছিলেন স্বয়ং চৈতন্যদেব !

অত্যাচারী শাসকের বিরূদ্ধে,  এই গণ আন্দোলন,  বঙ্গদেশের তথা ভারতবর্ষের ইতিহাসে,  প্রথম অহিংসক সত্যাগ্রহের নিদর্শন !

সোমবার, ১৫ মে, ২০১৭

যজ্ঞের ঘি


যজ্ঞের ঘি



গাভির দুধ,  বাছুরকে খেতে না দিয়ে,  তোমরা দুইয়ে নিয়েছ !

তা থেকে,  বিশুদ্ধ গাওয়া ঘি বানিয়েছ !

সেই ঘি তোমরা নিজেরা খেয়ে্ছ !

অন্যদেরও খেতে দিয়েছ !


বিশুদ্ধ সুগন্ধি গাওয়া ঘি,  তোমরা যজ্ঞতে ঢেলেছ !
পুড়িয়েছ !
যজ্ঞে ঘি ঢাললে,  যজ্ঞের আগুন,  আরো দীপ্তিবিশিষ্ট,  উজ্জ্বল,  তেজোময়,  এবং শোভাময় হয় !

তবে,  সেটা কি তোমরা ভালো করেছ ?
না মন্দ করেছ ?

মনে একটুও গ্লানি,  কিংবা,  পাপবোধ জাগে নি ?

রবিবার, ১৪ মে, ২০১৭

সূক্ষ্মশরীর


সূক্ষ্মশরীর



সূক্ষ্মশরীর !

পঞ্চ প্রাণ,  মন,  বুদ্ধি,  দশ ইন্দ্রিয়,  এই সতেরোটির সদ্ভাব সমন্বয়ে,  আত্মার,  যোগসাধন দেহ !

দেখেছেন কি কেহ ?

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

রাবণ


রাবণ



রাবণের

দশমাথা।
দশকণ্ঠ।
দশগ্রীবা।
দশমুখ।

উনি লঙ্কেশ্বর রাবণ !

রাবণ দশে দশে ছয়লাপ !
ওটা  'গালগল্পের'  প্রলাপ !

বুধবার, ১০ মে, ২০১৭

মেয়েদের গহনা


মেয়েদের গহনা



মুকুট
সিঁথি
ঝাপটা
চিক
নেকলেস
সীতাহার
বীরবৌলি
কানপাশা
ঝুমকো
চুড়ি
চূড়
বালা
ব্রেসলেট
নথ
ব্রোচ ইত্যাদি
চন্দ্রহার
গোট
মাদুলি
বাউটি
হাতমাদুলি
তাবিজ
তাগা
পায়ের মল
কঙ্কন
প্রভৃতি !

শ্রীকৃষ্ণ-সুদামা


শ্রীকৃষ্ণ-সুদামা



দ্বাপর যুগের শেষভাগে,  কোন এক শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে,  শ্রীকৃষ্ণ স্বয়ং,  স্ব-ইচ্ছায়,  তাঁর প্রিয়তম সখা,  সুদামাকে,

"অতিথি দেবঃ ভবঃ" !
এবং
"ব্রাহ্মণ নিত্য পূজ্য" !

এই দুই জ্ঞানে,
আতিথেয়তা করেছিলেন !

প্রসঙ্গত উল্লেখযোগ্য,  যে সুদামা,  ব্রাহ্মণ ছিলেন !
সুদামা, অতি দরিদ্র ছিলেন !
সুদামা, কৃষ্ণের প্রিয়তম বন্ধু ছিলেন !

তবে,  শ্রীকৃষ্ণ,  সুদামাকে,  পূজা করেন নি !


বিদেশি অতিথিরা ভারতে আসবেন ! হোটেলে উঠবেন !  অনেক অনেক পয়সা দেবেন !
খাবেনদাবেন,  বেড়াবেন ! পয়সা খরচ করবেন !
ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন হবে !

সেই সব অতিথিরা তো  'দেবতা'  হবেন !


মঙ্গলবার, ৯ মে, ২০১৭

রম্যরচনা ২


রম্যরচনা



শিববাবুর গাঁট্টা। পয়সায় আটটা !

গাঁট্টা মারার জন্য,  শিববাবুর ডান হাতের তিনটি আঙ্গুলে থাকত,  তিনটি অস্ত্র !

ওগুলো সব,  গাঁট্টাস্ত্র !
বেশ মোটা মোটা তিনটি পাথর বসানো রূপোর আংটি !

মাথা ফুলে যেত ! পরের দিনও ব্যথা থাকত !

শিববাবুর বাড়ি ছিল নৈহাটি !

শিববাবুর মাথায় ছিল মস্ত এক টিকি !
তাতে রোজ বাঁধা থাকত, একটা করে জ্যান্ত  টিকটিকি !

শিববাবু ছিলেন স্কুলের শিক্ষক !
প্রায়ই কাশতেন,  খকখক্,  খকখক‌্ !

শিববাবুকে দেখতে ছিলেন,  বেশ কালো !
তাঁর হাতের আঙ্গুলগুলোর নখগুলি ছিল,  বেজায় বড়ো আর ধারালো !