বুধবার, ১০ মে, ২০১৭

শ্রীকৃষ্ণ-সুদামা


শ্রীকৃষ্ণ-সুদামা



দ্বাপর যুগের শেষভাগে,  কোন এক শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে,  শ্রীকৃষ্ণ স্বয়ং,  স্ব-ইচ্ছায়,  তাঁর প্রিয়তম সখা,  সুদামাকে,

"অতিথি দেবঃ ভবঃ" !
এবং
"ব্রাহ্মণ নিত্য পূজ্য" !

এই দুই জ্ঞানে,
আতিথেয়তা করেছিলেন !

প্রসঙ্গত উল্লেখযোগ্য,  যে সুদামা,  ব্রাহ্মণ ছিলেন !
সুদামা, অতি দরিদ্র ছিলেন !
সুদামা, কৃষ্ণের প্রিয়তম বন্ধু ছিলেন !

তবে,  শ্রীকৃষ্ণ,  সুদামাকে,  পূজা করেন নি !


বিদেশি অতিথিরা ভারতে আসবেন ! হোটেলে উঠবেন !  অনেক অনেক পয়সা দেবেন !
খাবেনদাবেন,  বেড়াবেন ! পয়সা খরচ করবেন !
ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন হবে !

সেই সব অতিথিরা তো  'দেবতা'  হবেন !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন