বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

সঙ্গীতের রাগ-রাগিনী


সঙ্গীতের রাগ-রাগিনী



সঙ্গীতের বৈদিক আর লৌকিক দুটো ভাগ আছে।

বৈদিক সঙ্গীতের,  অর্থাৎ, 'সাম'-সঙ্গীতের,  মূল ভাবটা হচ্ছে, পৌরুষের ; সেটা  'রাগ'-এর ব্যঞ্জনা।

মেয়েরা গাইলে, তা ঠিক ঠিক সামগান নয়।
তাতে  'রাগ'-এর নয়, রাগিনীর উত্থান।

রাগিনীর উত্থান।
রাগিনীর বিকাশ।
রাগিনীর জয়গান।

এই রাগ-রাগিনী মিলেই, দেশীয় সঙ্গীত।

সঙ্গীতে পুরুষ-প্রকৃতির,  সংমিশ্রণ ঘটেছে।

অনেক সময় প্রকৃতি পুরুষকে ছাপিয়ে গিয়েছে।

গল্প


গল্প



তুমি তোমার অনুভূতির কথা, চিঠিতে আমাকে লিখেছ।

তোমার অনুভূতি, নরম তুলোর মতো, তুলতুলে হৃদয়ের এবং আরো তুলতুলে মনের,  অবস্থা।

অনুভূতির নানান স্তর, নানান স্তবক আছে।

কিশোরী হলে, সেই অনুভূতি,  'কিশোরী চেতনা'।
হয়তো বা চম্পাবতী।
কাঁটালি চাঁপা ফুলের নরম পাঁপড়ির মতন, মোলায়েম, হলুদবর্ণা, চম্পক-সৌগন্ধ্যে সুরভিতা।
তখন তুমি হয়তো বা 'চম্পাবতী' !
তোমার আত্ম-উন্মীলনের ছন্দটি বড়ই সুন্দর।
ঠিক ফুল ফোটার মতো শব্দ বিলিয়ে। এবং সৌরভ ছড়িয়ে।
তখন তোমার 'অপ্সরা-চেতনা'।
তুমি তখন মোহিনী। চিত্ত মোহিনী।
যেন শ্রীকৃষ্ণের প্রেমছায়ায়, বেড়ে ওঠা, ছন্নছাড়া, গোপিনী।