শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

যম ও কুকুর

 

যম ও কুকুর



প্রণব কুমার কুণ্ডু



যম একজন দিকপাল। তিনি দক্ষিণ দিকের অধিপতি ও অধিদেবতা !

সূর্যের ঔরসে সূর্যপত্নী সংজ্ঞার গর্ভে যমের জন্ম।

সপত্নী ছায়াকে স্বামীর নিকটে রেখে, সংজ্ঞা, অন্য জায়গায় চলে যান।

যম বিমাতা ছায়া কর্তৃক লালিতপালিত হতে থাকেন।

পরে ছায়া সৎ ছেলে যমের প্রতি অযত্ন প্রকাশ করলে, যম, সৎমা ছায়াকে লাথি মারতে উদ্যত হন।

ফলে ছায়াও সৎছেলে যমকে অভিশাপ দেন।

তার ফলে যমের পাদুটি ক্ষতপূর্ণ ও কীটযুক্ত হয়ে যায় !

তখন যম তাঁর কীর্তি ও তাঁর সৎমায়ের কুকীর্তি, পিতা সূর্যদেবকে নিবেদন করেন !

তখন সূর্যদেব পুত্র যমকে একটি কুকুর দেন।

সেই কুকুর যমের ক্ষত থেকে নির্গত পূষ চেটে পরিষ্কার করে ও কীট ভক্ষণ করে, যমের পাদুটি সারিয়ে তোলে !

যমের বাহন কিন্তু কুকুর নয়, মহিষ !

যমের আয়ুধ দণ্ড।

যম সকলের পাপপুণ্যের বিচার কর্তা।

তাঁর এই কাজে সহায়তা করেন, যমের মন্ত্রী চিত্রগুপ্ত।