মঙ্গলবার, ৯ মে, ২০১৭

রম্যরচনা ২


রম্যরচনা



শিববাবুর গাঁট্টা। পয়সায় আটটা !

গাঁট্টা মারার জন্য,  শিববাবুর ডান হাতের তিনটি আঙ্গুলে থাকত,  তিনটি অস্ত্র !

ওগুলো সব,  গাঁট্টাস্ত্র !
বেশ মোটা মোটা তিনটি পাথর বসানো রূপোর আংটি !

মাথা ফুলে যেত ! পরের দিনও ব্যথা থাকত !

শিববাবুর বাড়ি ছিল নৈহাটি !

শিববাবুর মাথায় ছিল মস্ত এক টিকি !
তাতে রোজ বাঁধা থাকত, একটা করে জ্যান্ত  টিকটিকি !

শিববাবু ছিলেন স্কুলের শিক্ষক !
প্রায়ই কাশতেন,  খকখক্,  খকখক‌্ !

শিববাবুকে দেখতে ছিলেন,  বেশ কালো !
তাঁর হাতের আঙ্গুলগুলোর নখগুলি ছিল,  বেজায় বড়ো আর ধারালো !