শক
প্রাচীন কালে, শকরা, গাঁজার ব্যবসা করত !
দাস ব্যবসাও করত !
শকরা ছিল যুদ্ধপ্রিয়।
শকরা ছিল যুদ্ধবাজ আর দারুণ হিংস্রও।
তারা তির-ধনুক ব্যবহার করত। তা ছাড়া তাদের ছিল, তরোয়াল।
এবং, তারা ঘোড়ায় চড়ত, আর ঘোড়ায় চড়ে যুদ্ধ করত।
শক নারীরাও, যুদ্ধ করত।
শকদের ঘোড়া ছিল, মোঙ্গলীয় 'পনি'। ক্ষুদ্রকায় ঘোড়া, তবে দারুণ জোড়ে ছুটত।
শকরা, সম্ভবত, মানব সভ্যতায় প্রথম যুদ্ধাশ্রয়ী অশ্বারোহী।
প্রণব কুমার কুণ্ডু