নদিয়া জেলায় কর্কটক্রান্তি রেখা
কর্কটক্রান্তি ( Tropic of Cancer ) রেখা, নদিয়া জেলাকে দু'ভাগে ভাগ করেছে !
কর্কটক্রান্তিরেখা, নিরক্ষরেখার ২৩ ডিগ্রি ২৭ মিনিট অংশ উত্তরের অক্ষরেখা।
পূর্বদিকে মাজদিয়া, পশ্চিম দিকে চাপড়া, নবিনগর, মধুপুর, কৃষ্ণনগরের উত্তরে ঘূর্ণি, কালিদহ, পাণিনালা, হরনগর, আনন্দনগর, ভক্তনগর, হাঁসাডাঙ্গা-বনগ্রাম, চৌগাছা, মায়াকোল, বাহাদুরপুর প্রভৃতির ওপর দিয়ে চলে গেছে !
সে কারণে, ঐ সব অঞ্চলে, গরম কালের তাপমাত্রা, পারিপার্শ্বিক অঞ্চলের চেয়ে, ২-৩ ডিগ্রি সেন্ট্রিগ্রেড বেশি থাকে !
শীত কালে আবার অনুরূপ ভাবে, ঐ সব অঞ্চলে, পারিপার্শ্বিক অঞ্চলের চেয়ে, তাপমাত্রা, ২-৩ ডিগ্রি সেন্ট্রিগ্রেড কম থাকে !