মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

ঔরঙ্গজেবের কীর্তি

 

ঔরঙ্গজেবের কীর্তি

শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু






১. 13 ডিসেম্বর গুরু গোবিন্দ সিং এর 2 ছোট ছেলে ও মা এর মৃতদেহ সমাহিত করার জন্য 7,800 স্বর্ণমুদ্রা দিয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে 4 গজ জমি কিনে হিন্দু ব্যবসায়ী তোদার মালের পাঞ্জাব অট্টালিকার এই অবস্থা। ৭০৫।
২. মুঘল ফৌজদার ওয়াজির খান ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় ছোট দুই শিশুকে জীবিত ইট মারার আদেশ দিয়েছেন। যখন তারা মারা যান, তাদের ঠাকুমা মাতা গুজরি যিনি গুরু তেগ বাহাদুর মহারাজের স্ত্রী এবং শ্রী গুরুগোবিন্দ সিং জীর মা ছিলেন ডিসেম্বরের ঠান্ডায় উষ্ণ কাপড় ছাড়াই অনাহারে মারা যান।
৩। মোগলরা শ্মশানকে শহীদদের অপমান করতে দিতে চায়নি। তাই তারা নির্ধারণ করেছে যে ক্রেতা ততটুকু জায়গা নিতে পারবে যতটা সে স্বর্ণমুদ্রা দিয়ে ঢেকে রাখতে পারবে।
৪। তখনই তোদার মাল মুদ্রা উৎপাদন করে জমি কিনলেন, এবং তিনটি দেহ শ্মশান করলেন। আজকের মূল্যের সেই ৭,৮০০ স্বর্ণমুদ্রার মোট খরচ প্রায় ১৮০ কোটি রুপি।
 
আসলটি দেখুন
 
এই অনুবাদটিকে রেট দিন
আউটডোর এবং স্মৃতিস্তম্ভ-এর একটি ছবি হতে পারে
245
27টি কমেন্ট
124 বার শেয়ার করা হয়েছে

আসুন আগে নিজে সংশোধিত হই, পরে অন্যদের সংশোধন করি

 


আসুন আগে নিজে সংশোধিত হই, পরে অন্যদের সংশোধন করি


শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু












বাংলা দেশে থেকে
এ সব গুলো শিখা হয়নি🙄🙄
1 জন এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে
558
23টি কমেন্ট