রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

কলিযুগে ২


কলিযুগে ২



ধার্মীকভাব
সততা
মানসিক পরিচ্ছন্নতা
সহ্যশক্তি
সঙ্গমশক্তি
আয়ু
শারীরিক ক্ষমতা
স্মৃতিশক্তি
প্রভৃতি সবই
কমবে  !

বাড়বে
অরাজকতা !

কলিযুগে


কলিযুগে



ছলনা
মিথ্যাবলা
ভোগসুখ
আলস্য
হিংসা
দীনতা
ধর্ষণ প্রভৃতি
সবই বাড়বে
কলিযুগে !

কমবে
টাকার দাম !

হিন্দুধর্মের ঈশ্বর


হিন্দুধর্মের ঈশ্বর



ব্রহ্মাণ্ড ও তার উপাদানগুলি সর্বদাই সতত বিদ্যমান !
তবে  permutation-combination process-এ, বিনিময়-বিন্যাসে এবং সংযুক্তি-বিযুক্তিতে ও গুণফলে-ভাগফলে,   তার রূপান্তর ঘটতে পারে !

ব্রহ্মাণ্ডেই রয়েছে,  আত্মা, চৈতন্য, আকাশ-মহাকাশ, কাল-মহাকাল, 'গতি',  going passage, goal,  move, movement, motion, speed, velocity, vibration, kinetics, dynamics, activity, acceleration, retardation,  কর্ম, নিষ্কর্ম,  ইত্যাদি !

ব্রহ্মাণ্ডে,  ব্রহ্মাণ্ডের সকল উপাদান, ও, কর্ম, পরিচালিত হয়,  বিশ্বজনীন মহান প্রাকতিক বিধান অনুসারে !

ওটাকে,  হিন্দুধর্ম,  ঈশ্বর-পরমেশ্বর ইত্যাদি বলে গর্ব করেন ! ভুল বোঝান !

আসলে,  হিন্দুধর্মের ঈশ্বর-পরমেশ্বর প্রভৃতি, অলৌকিক নন !

আসলে, হিন্দুধর্মের, ঈশ্বর-পরমেশ্বর ইত্যাদি ধারণাগুলি, প্রাকৃতিক !

জৈন ধর্ম


জৈন ধর্ম



জৈন ধর্মে, আত্মরক্ষার জন্য, হিংসা বা যুদ্ধ মেনে নেওয়া হয় !
তবে, শান্তিপূর্ণ সমাধান সূত্র না পাওয়া গেলে, তবেই, সেগুলির প্রয়োগের পরামর্শ দেওয়া হয় !

ওটা ভারত সরকারের বিদেশ নীতি !
ওটার পেছনে, জৈন ধর্মের প্রেরণা রয়েছে !

জৈন ধর্মে হিংসা অহিংসা


জৈন ধর্মে হিংসা অহিংসা



কোন রকম আবেগের তাড়নায়, কোনো জীবিত প্রাণীকে, হত্যা করাই, জৈন ধর্মে, হিংসা !

এই ধরণের কাজ থেকে, দূরে থাকাই, জৈন ধর্মে, অহিংসা !

প্রাণিদের মধ্যে, একমাত্র, শকুনেরাই, অহিংসক ! ওরা জীবিত প্রাণী, বধ করে না ! মরে গেলে, তবেই খায় !

শকুন আসলে মৃত জীবজন্তু ভোজনকারী, বৃহদাকার পাখিবিশেষ !

শকুন দূরগমনে সমর্থ ! দূরদর্শনে সমর্থ !

কেউ কেউ বলেন, শকুন, শুভ-অশুভ ফলসূচক পাখি !