রবিবার, ২১ মে, ২০১৭

অক্ষয় তৃতীয়া ২


অক্ষয় তৃতীয়া ২



ঘরের দরজায় অক্ষত ( নিখুঁত ) একুশটি আমপাতায়  সিঁদুর-সরষেরতেল  মাখিয়ে  দড়ি বেঁধে  ঝুলিয়ে দিন !
কেন একুশটি আমপাতা,  তার কোন সদর্থক বর্ণনা,  আমি,  শাস্ত্রে পাইনি !
ঘর মোছার সময়,  কিছুটা নুন,  কিছুটা হলুদবাটা বা হলুদগুঁড়ো,  ঘর মোছার জলে মিশিয়ে দিন ! তরপর ঘর মুছুন !
বাড়ির সদর দরজা পরিষ্কারের সময়,   নীল জলে গুলে,  সেই নীল গোলা জল দিয়ে,  সদর দরজা পরিপাটি করে পরিষ্কার করুন !
বাড়ির অন্যান্য দরজা-জানলাগুলোও,  সেই রকম ভাবে পরিষ্কার করুন !
কিছু সুগন্ধি ফুল ঘরে রাখুন !
সন্ধ্যেবেলায় ধুনো জ্বালুন ! ধুনো জ্বালানোর সময়, নারকোলের ছোবড়ার সঙ্গে,  সামান্য কয়েকটা নিমপাতা গুঁজে দিন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন