শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি

কার্ল মার্কসের কমিউনিস্ট  নীতি



কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি, ব্যক্তিগত মালিকানার লোপ, পারিবারিক মালিকানার বিলোপ।

দেশের সম্পদ, দশের সম্পদের,  সমবন্টনে পক্ষপাতী।

কিন্তু  সেটা তো, পক্ষপাত  দুষ্ট !

বলে গণসাম্যবাদ। সমভোগ তন্ত্র !

আসলে  ওটা  গোষ্ঠীগঠনে, উপভোগ  তন্ত্র !

মানুষের  ব্যক্তিগত গুণ, পারিবারিক  গুণ, সেও  তো সম্পদ।

সে  সম্পদ,সমবন্টন  হবে কি করে ?

কখনও  কি তা  হতে পারে ?

আসলে  লড়াইটা, সমতার  নয় !

লড়াইটা, কুক্ষিগত মুষ্টিবদ্ধ ক্ষমতার !

বৈচিত্র, বিভিন্নতায়, অ-সম সব কি্ছু !

দেখতে  গেলে, সমতা  হয়ই না !

সমতা   আসবে কোথা থেকে ?

সমতার  মাপকাঠিই  নেই !

এক ঈশ্বর ছাড়া, কেউ,' সম ' হতে পারে না ! সেখানেও সন্দেহ থেকে যায় !

সম মানের মান মর্যাদা, সমান সুযো্গ, সমান অর্থ,

ন্যায়  ও  সত্য থেকে, বিচ্ছিন্ন হয়ে, জীবনের প্রতিটা ক্ষেত্রে,

জীবনের প্রতিষ্ঠা থেকে, বঞ্চিত হয়ে,

কমিউনিজম, আর  আমাকে আকৃষ্ট করে না !

ওটা  একটা  অসত্য, অন্যায্য, নিকৃষ্ট  মতবাদ !

কমিউনিজমকে, পাতালপুরীতে,রেখে আসতে হবে !

অন্যথায়, পাতালে পুঁতে দিতে হবে !

কার্ল মার্কসের বাণিজ্যিকরণ

কার্লস মার্কসের বাণিজ্যিকরণ



কার্লস মার্কসের বাণিজ্যিকরণ হয়ে গেছে !

বহুদিন ধরে চলছে।

মার্কসের নাম, ছবি, সাইনবোর্ড  টাঙিয়ে, ব্যবসা  খুলে বসেছি আমরা !

তোমরা,  আমাদের, 'বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ'-তে শামিল হও।

আমাদিগকে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিবেক বন্ধক দিয়ে, আলিঙ্গন করো।

ক্রীতদাস হও !

আমাদের সাথে, অভিযোজিত হয়ে, বেঁচে থাকো !

না হতে পারলে, তোমাদের  ওপর, আমরা অত্যাচার করবো।

নির্যাতিত হবে।

শেষমেশ

মেরে ফেলবো !

কার্ল মার্কস

কার্ল মার্কস



আমার শব্দভাবনায় কার্ল মার্কস তুমি এসে গেছ !

বিশ্বে এসেছিলে পাঁচই মে আঠারোশো অাঠারো খ্রিস্টাব্দে।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক প্রবক্তা তুমি।

টেমস নদীর ওপর লন্ডনব্রিজ।

লন্ডনের ঐ টেমস নদীর তীরে কবরে তুমি চিরশায়িত।

তোমার মৃত্যুদিন চোদ্দই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে।

মার্চ মাস আমাদের এখানে, পশ্চিমবঙ্গে,  পলাশের মাস।

লালে লাল পলাশ ফুলের লালিমায় বিস্তৃত দিগন্ত উজ্জ্বল।

কার্ল মার্কস তুমি নিজে কমিউনিস্ট হয়েছিলে তোমার ছাব্বিশ বছর বয়সে।

পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তুমি বেঁচে ছিলে।

উনচল্লিশ বছর ধরে তুমি কমিউনিস্ট ভাবধারায় আপ্লুত ছিলে।

'আমার কবিতার 'দর্শক'-দেশের নাম'




'আমার কবিতার 'দর্শক'-দেশের নাম'


১। ভারত
২। মার্কিন যুক্তরাষ্ট্র
৩।জার্মানি
৪। বাংলাদেশ
৫। নেদারল্যাণ্ডস
৬। রাশিয়া
৭। ফ্রান্স
৮। আয়ারল্যাণ্ড
৯। সংযুক্ত আমির আমিরাত
১০। অস্ট্রেলিয়া
১১। রুমানিয়া
১২।সৌদি আরব
১৩। ডেনমার্ক
১৪। ইন্দোনেশিয়া
১৫। চিলি
১৬। তুরস্ক
১৭। ভেনেজুয়েলা
১৮। সিঙ্গাপুর
১৯। চীন
২০। ভিয়েতনাম
২১। মরোক্কো
২২। কাতার
২৩ পাকিস্তান
২৪। ফিলিপিন
২৫। পোল্যাণ্ড
২৬। ফিজি
২৭। মিশর
২৮। বেলজিয়াম
২৯। যুক্তরাজ্য
৩০। আলজেরিয়া
৩১। ইসরায়েল
৩২। বাহরাইন
৩৩। সুরিনাম
৩৪। বতসোয়ানা
৩৫। গ্রীস
৩৬। অস্ট্রিয়া
৩৭। সার্বিয়া
৩৮। ঘানা
৩৯। হাঙ্গেরি
৪০। ইতালি
৪১। থাইল্যান্ড
৪২। ইরাক
৪৩। আর্মেনিয়া
৪৪। এন্টিগুয়া ও বারবুডা
৪৫। নাইজেরিয়া
৪৬। চেচিয়া
৪৭। বেলারুশ
৪৮। জর্ডন
৪৯। আজারবাইজান
৫০। ইউক্রেন
৫১।কেনিয়া
৫২। সিঙ্গাপুর
৫৩।কিরগিজিস্তান
৫৪।কাজাখস্তান
৫৫। ব্রাজিল

প্রভৃতি

অন্তত ওপরের ঐ  ৫৫টি  দেশ।

আমার  'কবিতা এবং কবিতা সম্বন্ধীয়'  'পোস্ট'গুলি  ১৮২৮ !

মোট  'পৃষ্ঠাদর্শন'  ২৯৩৮৬ !

ধন্যবাদ !

নমস্কার !

প্রণব কুমার কুণ্ডু।

২৭। ০৩। ২০১৭।

ভাইফোঁটা



ভাইফোঁটা


শারীরিক অসুস্থতার কারণে, এবারের ভাইফোঁটায় বোনের বাড়িতে যেতে পারিনি !

বোন-ভগ্নিপতিই কষ্ট করে এসেছিল !

বোন সঙ্গে করে এনেছিল, ওর নিজের হাতে তৈরি করা,  ঢোকলা, উকমা, গোকুল পিঠে, মালপোয়া, পাটিসাপটা, পায়েস, ডিম আর দুধের তৈরি ঝুরুঝুরু,  হালুয়া ।

সঙ্গে ছিল দুবাই থেকে আনা খেজুর।

আর ভালো দোকানের, কম মিষ্টির, বড় সাইজের, ভালো সন্দেশ।

এইসব বিশেষ পদগুলি তো ছিলই, সঙ্গে ছিল, আমাদের বাড়ির 'অন্নভোজ'-এর  নিয়মিত ব্যবস্থার পদগুলিও !

পেটপুরে, আনন্দ করে, আমরা সবাই মিলে খেলুম !

খাওয়ার পরে,  ভুঁড়িটাকে, ডুগি-তবলা করে,  আনেকক্ষণ ধরে বাজালুম !