বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

একটা ছোট্ট গল্প

              রাত্রি নটার পর খাওয়াদাওয়ার শেষে বাবা খুকুকে  বললেন, " এখন পড়তে বস। শোওয়া চলবে না "।
খুকু শান্তশিষ্ট গোবেচারি ! চোখ ঘুমে ঢুলুঢুলু। পড়তে একটুও মন নেই ! বিছানায় একবার শুতে পারলেই হয়। একঘুমে রাত কাবার করে দেবে।

খুকুর যথেষ্ট আপত্তি ছিল পড়তে। কিন্তু বাবার কথা। শুনতেই হবে। তাই তাক থেকে ইংরেজি বইটা পেড়ে এনে মনে মনে পড়তে লাগল।

বাবা দিনের বেলায় নিজের কাজে ব্যস্ত থাকেন। রাত্রে সময় এবং সুবিধা হলে,  আমাদের পড়াশুনা বলে দেন। প্রশ্ন করেন। জবাব দেন।

বাবা খুকুকে বললেন, " কি পড়ছিস ? জোরে পড় "।

খুকু জোরে জোরে পড়তে শুরু করল।

ইংরেজি বই। এখনো সব ইংরেজি অক্ষর ভালো করে চেনে না ! তারপর আছে উচ্চারণের দোষ !

খুকু পড়তে লাগল,
" ফর আর্লি টু বেড
অ্যাণ্ড আর্লি টু রাইজ
ইজ সি ওয়ে
টু বি হেলদি
অ্যাণ্ড ওয়েলদি
অ্যাণ্ড ওয়াইজ "

খানিকক্ষণ পড়ার পর, খুকু বাবাকে জিজ্ঞাসা করল, "  এর মানে কি, বাবা ?"

" মানে তাড়াতাড়ি শোওয়া, আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যবান, ধনবান, এবং জ্ঞানবান হবার পথ।"

" তবে আমি এখন শুই। "

" তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যবান, জ্ঞানবান ও ধনবান হওয়া যায় যখন বলছ।"

বাবা আর কি করেন ! বাবার উচিত ছিল খুকুর কানদুটো আচ্ছা করে মলে দেওয়া। বাবা কিন্তু তা দিলেন না ! ভারি আদরের মেয়ে তো !

বাবা বললেন, " তবে শোওগে যাও ! "

" তবে কাল সকাল সকাল উঠতে হবে। রোজকার মতো আটটার সময় উঠলে চলবে না ! "

" আচ্ছা, আচ্ছা ! "

খুকু খুব খুশি হল। কিন্তু মনে মনে বললো, " শুইতো এখন ! কাল সকালে ওঠবার সময় দেখা যাবে !"

খুকু ওর বইটা তাকে যথাস্থানে রেখে, লাইট নিবিয়ে শুয়ে পড়ল। আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা জানাল,
 " হে ভগবান ! কাল যেন সকাল সকাল আমার ঘুম ভাঙ্গিও না ! কাল সকালে আমি তোমায় নিজের হাতে বাতাসা প্রসাদ দেব ! "

পরদিন সকাল হল। আটটা বাজল। দেখা গেল খুকু তখনও বিছানায় শুয়ে !

আগের রাতের কথা,  না বাবার,  না খুকুর, কারোর মনে নেই !