ব্রহ্মকে নিজের জিম্মায়
মনকে বৃত্তিশূন্য করে দিতে হবে !
তখন সেই মনেই 'ব্রহ্ম' প্রকাশ পাবেন !
ঐ মন দিয়েই তখন ব্রহ্মকে জুতসই করে ধরতে হবে !
ব্রহ্মকে ধরে তখন নিজের 'জিম্মায়' রাখতে হবে !
যেন অন্য কেউ তোমার ব্রহ্মকে ফুসলিয়ে বা তপস্যা করে ফাঁসিয়ে নিয়ে চলে না যায় !