রবিবার, ১২ মার্চ, ২০১৭

ব্রহ্মকে নিজের জিম্মায়


ব্রহ্মকে নিজের জিম্মায়



মনকে বৃত্তিশূন্য করে দিতে হবে !

তখন সেই মনেই 'ব্রহ্ম' প্রকাশ পাবেন !

ঐ মন দিয়েই তখন ব্রহ্মকে জুতসই  করে ধরতে হবে !

ব্রহ্মকে ধরে তখন নিজের 'জিম্মায়' রাখতে হবে !

যেন অন্য কেউ তোমার ব্রহ্মকে ফুসলিয়ে বা তপস্যা করে ফাঁসিয়ে নিয়ে চলে না যায় !

'জীবন মুক্তি', 'বিদেহ মুক্তি'


'জীবন মুক্তি',  'বিদেহ মুক্তি'



শরীর থাকা অবস্থায়, মুক্ত অবস্থা লাভের নাম, 'জীবন মুক্তি' !

শরীর ত্যাগের পর, যে 'মুক্তি', তা, 'বিদেহ মুক্তি' !

এই বিদেহ মুক্তি হয়ে গেলে, যথার্থই মুক্ত হয়ে গেলে, এই পৃথিবী, পৃথিবীর কাউকে আর,  দেখতে পাবেন না !

অন্যরাও আপনাকে আর, কোন জন্মেও,  দেখতে পাবে না !

আপনার নিজস্ব  'অস্তিত্বই' হারিয়ে যাবে !

( বিদেহ ) মুক্ত পুরুষের, আর পুনর্জন্ম হয় না !

পুনর্জন্ম না হলে, ঈশ্বরের ভাবনাও আর,  তখন আপনার থাকবে না !

আপনি 'শূন্য' হয়ে যাবেন !

পঞ্চম পুরুষার্থ


পঞ্চম পুরুষার্থ



ধর্ম
অর্থ
কাম
মোক্ষ
এই চারটি
সর্বজনবিদিত
পুরুষার্থ।

ভক্তিশাস্ত্রে, ঈশ্বরের প্রতি আমার প্রেম, আমার অমর প্রেম,
এবং ঈশ্বরের ওপর আমার পূর্ণ নির্ভরতা',
আমার 'পঞ্চম পুরুষার্থ' !

চারটে পুরুষার্থে, হয়তো আমার কিছু, প্রাপ্তিযোগের ইচ্ছা, বা, সম্ভাবনা, থেকে যায়, তবে 'মোক্ষপ্রাপ্তি' তো জীবন থাকতে হয় না ! মোক্ষপ্রাপ্তি, মৃত্যুর পরপারে !

কিন্তু, পঞ্চম পুরুষার্থে, কোন প্রাপ্তিযোগ নেই ! তবে যদি কোন প্রাপ্তিযোগ এসেও যায়, তা কেবল মনের আনন্দ প্রাপ্তি ! সেটা বেঁচে থাকতে থাকতেই হয় !

আনন্দপ্রাপ্তিই, সব প্রাপ্তির সেরা প্রাপ্তি !