সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

দ্বারকা শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ দ্রৌপদী এবং শ্রীরাধিকা


দ্বারকা শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ দ্র্রৌপদী এবং শ্রীরাধিকা


দ্বারকায় শ্রীকৃষ্ণের বৃহত্তর যদুবংশে, সাকুল্যে, ছাপান্ন কোটি সদস্য ছিল !

নয় লক্ষ প্রাসাদ ছিল !

শ্রীকৃষ্ণের অতুল ঐশ্বর্য ছিল !

তাঁর  ১৬১০৮ জন মহিষী ছিলেন !

প্রত্যেক রানির দশ জন করে পুত্র সন্তান ছিল !

প্রত্যেক রানির এক জন করে কন্যা সন্তান ছিল !

আর শ্রীকৃষ্ণ নিজেও ছিলেন !

তবে মাঝে মাঝে শ্রীকৃষ্ণ, পুরনো হস্তিনাপুরের খাণ্ডবপ্রস্থের, ইন্দ্রপ্রস্থে যেতেন !

ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণ থাকতেন !

দ্রৌপদীর সাথে দেখা করতেন !

বয়স বাড়ার সাথে সাথে, শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধিকার আর কোন যোগাযোগ ছিল না !

শ্রীবলদেব, শ্রীকৃষ্ণের আবার স্বয়ংপ্রকাশ !



*  সূত্র  'ভক্তিরসামৃত সিন্ধু'। ভাষ্য : 'স্বামী প্রভুপাদ'।