সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চণ্ডাল

 


চণ্ডাল



প্রণব কুমার কুণ্ডু







এক সময়ে চণ্ডাল শব্দটি ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা উদ্দেশ্যমূলক ভাবে নমঃশূদ্রদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল !

চণ্ডাল অতি ছোট ও হীন জাতের দ্যোতক ! 

এক সময়ে ইংরেজ সরকারের ভারতীয় লোকগণনার রিপোর্টে নমঃশূদ্র বা শূদ্র বলে কোন জাতের উল্লেখ ছিল না !

পণ্ডিত মহেশ ন্যায়রত্ন প্রভৃতি অনেক উচ্চবর্ণের হিন্দুর চক্রান্তের স্বীকারস্বরূপ, শূদ্র/নমঃশূদ্র জনসমুদায়কে, চণ্ডাল বলে উল্লেখ করা হয়েছিল।

অবিশ্যি সনাতন ধর্মশাস্ত্রের বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে, চণ্ডাল শব্দটি স্থান পেয়েছে।

চণ্ডাল, নিচু শ্রেণির হিন্দু সম্প্রদায়বিশেষ।

চণ্ডাল,  কথ্য ভাষায় চাঁড়াল।

চণ্ডালরা নিষ্ঠুর প্রকৃতির ক্রূরকর্মা লোক।

চণ্ডাল, সংস্কৃত শব্দ। অর্থ যে বা যারা,  মৃতদেহ সৎকারের কাজে নিয়োজিত।

চণ্ডাল একটি নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়বিশেষ। 

এক সময়ে,  প্রথাগত ভাবে,  চণ্ডালদের অস্পৃশ্য বলে ধরা হত।

সূচনায় ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের ঔরসে চণ্ডালের উৎপত্তি।