সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

পঞ্চমহাযজ্ঞ





পঞ্চমহাযজ্ঞ ।

এগুলো   ব্র্‌হ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ।

১। ব্রহ্মযজ্ঞ।             বেদাধ্যয়ন। বেদ পাঠ। অপরাপর শাস্ত্রপাঠও ব্রহ্মযজ্ঞের মধ্যে পড়ে। শাস্ত্রপাঠ শোনাও, ব্রহ্মযজ্ঞ।
২ । পিতৃযজ্ঞ।            পিতৃপুরুষের তর্পন ইত্যাদি নিষ্ঠার সঙ্গে করা।
৩ । দেবযজ্ঞ।            হোমক্রিয়া। হোমক্রিয়ায় হোম করার উপকরণ লাগে। চেলা কাঠ লাগে। একটু অন্তত চন্দন                                      কাঠ লাগে। ফুল বেলপাতা লাগে। গাওয়া ঘি , ফল ইত্যাদি পূজার উপকরণ লাগে ! হুতদ্রব্য                                       লাগে হুতাগ্নি প্রজ্বলিত হয়। হুতদ্রব্য হোমাগ্নিতে অর্পিত হয়।পুরুত মহাশয় লাগে ।

                                দেবতারা আগুন জ্বালিয়ে খেলতে ভালোবাসেন !
                                যেমন, নেড়া-পোড়া !
                                যেটা দোলের আগের দিন অনুষ্ঠিত আগুনের উৎসব। চাঁচর।

                                যেমন, bonfire !
                                সবাই মিলে আনন্দ উৎসব উপলক্ষ্যে, উন্মুক্ত স্থানে, প্রজ্বালিত অগ্নিকুণ্ড। বহ্ন্যৎসব !
                                তাছাড়া হাবজিজাবজি জিনিষ পুড়িয়ে নষ্ট করা !

                                 দেবতাদের ব্যাপারে অাজকাল শব্দবাজি ফাটানো হয়। আলোরবাজি পোড়ানো হয়।
                               
 ৪ । ভূতযজ্ঞ।            মনুষ্যেতর জীবের তৃল্তি বিধান। যেমন কুকুর বেড়াল পাখি গরু ছাগল ইত্যাদিদের খাওয়ানো।
                                 তাদের যত্ন নেওয়া।
৫ । নৃযজ্ঞ।                অতিথি পূজা। সেটা অতিথি সেবা। প্রয়োজনে অতিথিদের যত্ন নেওয়াও !


পঞ্চমহাযজ্ঞ কিন্তু ঈশ্বর পরমেশ্বর এঁদের জন্য নয় ! তবে 'দেবযজ্ঞ' দেবতাদের জন্য ! দেবতারা অগ্নির মাধ্যমে 'আহার' গ্র্হণ করেন যে ! যজ্ঞ অর্থাৎ যজ্ঞের অগ্নি, দেবতাদের মুখ এবং জি্‌হ্বা। দেবতারা অ্গ্নিমুখে হুতদ্রব্য ভক্ষণ এবং অগ্নিজিহ্বায় যজ্ঞহবি আস্বাদন করেন !

পঞ্চমহাযজ্ঞ মূলত হিন্দু গৃহস্থদের কর্তব্য !

পিতৃযজ্ঞ  এবং দেবযজ্ঞ এর উদ্দেশ্য অলৌকিক !

ব্রহ্মযজ্ঞ ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ এর উদ্দেশ্য লৌকিক !