শেষদিকে ঘন ঘন চেক আপ, শরীরটা আইঢাই করলেই ডাক্তার !
কখন ব্লাডপ্রেসার, কখন টিপেটুপে ফিটাসের পজিশন বুঝে নেওয়া !
তারপর সময় থাকতেই, ব্যথা ওঠার আগেই,নার্সিংহোম !
ওখানে একটু কষ্ট হবে !
ব্যথার মাঝে মাঝে, জিরিয়ে নিও কিছুক্ষণ, কমলালেবুর রসে, স্বস্তির নিঃশ্বাসে।
বারবার লেডি ডাক্তার,স্টে্থোসকোপ নিয়ে দৌড়ে আসবে।
নার্স দেবে সান্ত্বনার বাণী।
তরপর ক্রমান্বয়ে জরায়ুর জঠর ছেড়ে, দুনিয়ার আলোয়, ভূমিকম্পের আগের পৃথিবীটা !
প্রচুর রক্তক্ষয়ী অবসাদের সাথে সাথে, জীবন থেকে জীবন গড়ার বিপ্লব !
আমাদের মিলনক্ষণের সমস্ত সত্তা,সন্ধিপূজার দিনগুলো, কষ্টার্জিত আনন্দের দুঃসুখের মুহূর্তগুলোর বিনিময়ে, তোমার আমার ভালোলাগার ভালোবাসার দি-গ-ন্ত বিস্তৃত,উদ্বেলিত, মিলন সেতুর সোনালি চূড়া !