বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

যুগের গুণানুপাতিক ব্যাপ্তি ( গদ্যরচনা )

যুগের গুণানুপাতিক ব্যাপ্তি ( গদ্যরচনা )


যুগ চারটি।

সত্য,ত্রেতা দ্বাপর,কলি।

কলি যুগের দ্বিগুণ সময় দ্বাপর যুগ।

কলি যুগের তিন গুণ সময় ত্রেতা যুগ।

কলি যুগের চার গুণ সময় সত্য যুগ।

দ্বাপর যুগের দ্বিগুণ সময় সত্য যুগ।
অন্তর্যামিনী

যে স্ত্রীলোক,  তিনি দেবীও হতে পারেন, পুরুষকে মনোগতভাবে জানেন, সেই হিসাবে চেনেন !
তিনি মনোগতভাবজ্ঞা !
পুরুষের 'মানব মনের' সব কথা, অন্তর্যামিনীই সব থেকে ভালো জানেন !
সে কথা অনেক পুরুষে মানেন না
আবার অনেক পুরুষে মানেন !

রক্ত সঞ্চলন

             রক্ত সঞ্চলন




আমাদের শরীরের রক্ত, হৃদ্‌পিণ্ড পাম্প করে, সারা শরীরে রক্তবাহী ধমনিসমূহের ভেতর দিয়ে, প্রবহিত করায়।

রক্তবাহী শিরাসমূহের ভেতর দিয়ে, সেই রক্ত আবার হৃদ্‌পিণ্ডে ফেরত আসে।

এই একবার হৃদ্‌পিণ্ড থেকে রক্ত বেরিয়ে,  ফের হৃদ্‌পিণ্ডে রক্ত ফেরত আসতে,  আমাদের স্বাভাবিক বিশ্রাম অবস্থায়, এক মিনিট সময় নেয়।

চূড়ান্ত পরিশ্রমসাধ্য কর্মশীল অবস্থায়, রক্ত, প্রতি  মিনিটে, ছ'বার পর্যন্ত, হৃদ্‌পিণ্ডে, যাতায়াত করতে পারে।


'লেখক প্রণব কুমার কুণ্ডু'র ছবি'

তোমার প্রসব বেদনা উঠলে !




তোমার প্রসব বেদনা উঠলে !


তোমার প্রসব বেদনা উঠলে, না-না-না, দু'চার তিন আগে থেকেই প্রস্তুত হতে হবে !

শেষদিকে ঘন ঘন চেক আপ, শরীরটা আইঢাই করলেই ডাক্তার !
কখন ব্লাডপ্রেসার, কখন টিপেটুপে ফিটাসের পজিশন বুঝে নেওয়া !

তারপর সময় থাকতেই, ব্যথা ওঠার আগেই,নার্সিংহোম !

ওখানে একটু কষ্ট হবে !
ব্যথার মাঝে মাঝে, জিরিয়ে নিও কিছুক্ষণ, কমলালেবুর রসে, স্বস্তির নিঃশ্বাসে।

বারবার লেডি ডাক্তার,স্টে্‌থোসকোপ নিয়ে দৌড়ে আসবে।

নার্স দেবে সান্ত্বনার বাণী।

তরপর ক্রমান্বয়ে জরায়ুর জঠর ছেড়ে, দুনিয়ার আলোয়, ভূমিকম্পের আগের পৃথিবীটা !

প্রচুর রক্তক্ষয়ী অবসাদের সাথে সাথে, জীবন থেকে জীবন গড়ার বিপ্লব !

আমাদের মিলনক্ষণের সমস্ত সত্তা,সন্ধিপূজার দিনগুলো, কষ্টার্জিত আনন্দের দুঃসুখের মুহূর্তগুলোর বিনিময়ে, তোমার আমার ভালোলাগার ভালোবাসার দি-গ-ন্ত বিস্তৃত,উদ্বেলিত,  মিলন সেতুর সোনালি চূড়া !