মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

আচমন


আচমন



পূজা প্রভৃতির আগে, তিনবার জল খেয়ে, এবং, দুইবার  জলে ওষ্ঠাধর ( নীচের ও ওপরের ঠোঁটদু'টি ) পরিষ্কার করে,
মাথাসহ ষড়ঙ্গ বা মাথাসহ অষ্টাঙ্গ স্পর্শ করে, শুদ্ধিজনক প্রক্রিয়াবিশেষ !
ওটাকে স্পর্শ বলবেন, না, উপস্পর্শ বলবেন, তা আপনারাই ঠিক করবেন !

ষড়ঙ্গ। মনুসংহিতা অনুযায়ী, মুখ চোখ কান নাক হৃদয় ও  মাথা। এই ছয় অঙ্গ।

অষ্টাঙ্গ। গড়ুরপুরাণ মতে, ওপরের ঐ ছয় অঙ্গ এবং নাভি ও হাত।এই আট অঙ্গ।

আচমনি জল। আচমনের জন্য জল।

ভোজনের আগে ও পরে জলপান, সেটাও আচমনীয় জলপান !

ভোজনের পরে হাত-মুখ ধোওয়া, সেটাও আচমন। সাদা বাংলায়,  আাঁচান !



*ব.শ.কো./২৪৮।