বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

মেঘনাদ


মেঘনাদ




মেঘনাদ !
মেঘগর্জন !
মেঘের নাদের মতন নাদ ( শব্দ, ধ্বনি ) যাঁর !

মেঘনাদ, দেবরাজ ইন্দ্রকে জয় ( বন্দি ) করে, ইন্দ্রজিৎ নাম পান !

রাম-রাবণের যুদ্ধে, মেঘনাদ, বেশ কয়েকবার, রাম-লক্ষ্মের হাতে, প্রায় নি্হত হয়েছিলেন !
মেঘনাদ ছিলেন মায়াবী রাক্ষস ! প্রায় মরে গিয়েও, মর মর হয়েও, তিনি বেঁচে উঠতেন !
রাম-লক্ষ্মনকে তিনি বরাবর ঠকাতেন !
মেঘনাদ ছিলেন, মায়াযুদ্ধে পণ্ডিত ! দুর্ধর্ষ বীর !
রাম ও লক্ষ্মণও, মেঘনাদের  মায়াপাশ নাগবন্ধনে, মৃতপ্রায় হয়েছিলেন !

মেঘনাদ।মা মন্দোদরী !
 উনি রাবণের পুত্র।
মেঘনাদের স্ত্রী, রাক্ষসী প্রমীলা দেবী !

মেঘনাদ, মেঘের আড়ালে থেকে, বিপক্ষের অদৃশ্য থেকে, যুদ্ধ করতে পারতেন !

নিকুম্ভিলা যজ্ঞকালে, রাম-ভ্রাতা মহাবীর লক্ষ্মণ, মেঘনাদকে বধ করেন !

মেঘনাদকে বধ করার ঘটনা নিয়ে, 'মেঘনাদবধ', কাব্য লিখে, কবিবর মাইকেল মধুসূদন দত্ত, বাংলা কাব্য-সাহিত্যে অমরত্ব লাভ করেছিলেন !