জন্মাষ্টমী ( গদ্যরচনা )
জন্মাষ্টমী তিথি, শ্রীকৃষ্ণের জন্মতিথি।
ওটি দ্বাপর যুগের শেষের দিকের, কোন এক ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি।
জন্মাষ্টমী উৎসব, বিষ্ণুভক্ত বৈষ্ণবদের এক বড় আর প্রিয় আদরের উৎসব !
জন্মাষ্টমীতে, মথুরা দেশের রাজা কংসের কারাগারের ভেতর, ভগবানের অবতার, শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম।
এবং, ভগবানের মায়ার প্রভাবে, তাঁর কারাগারের বাইরে আসা।
সেই দিনটি ছিল, দ্বাপর যুগের শেষের দিকের, কোন এক ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি।
শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অষ্টম অবতার।
অনেকে আবার, বলরামকেই, বিষ্ণুর অষ্টমঅবতার বলে মানেন।
ভাগবত মতে, শ্রীকৃষ্ণ, বিষ্ণুর বিশতম অবতার !
শ্রীকৃষ্ণ আবার স্বয়ং ভগবানও।
শ্রীকৃষ্ণ সম্বন্ধে লোককথা/শাস্ত্রকথা।
শ্রীকৃষ্ণের জন্মদিনে, জন্মাষ্টমীর দিনে, সকল সমর্থ পুরুষ ও নারী, উপবাস না করলে, যথাক্রমে, রাক্ষস ও 'সর্পী' হয়ে, পরজন্মে, জন্মগ্রহণ করবে ! অরণ্যে বাস করবে ! [ সূত্র, 'সরল বাঙ্গালা অভিধান', সুবলচন্দ্র মিত্র সংকলিত। ]
শ্রীকৃষ্ণের জন্মের কয়েক বছর পরে, তখনও শ্রীকৃষ্ণ বালক, জন্মাষ্টমীর দিনটি ছিল একটা মৃত্যুর দিনও।
মৃত্যু শ্রীকৃষ্ণের মামা, পাষণ্ড অসুর, কংসের ! শ্রীকৃষ্ণের হাতে।
সেটাও দ্বাপর যুগের শেষের দিকে। কোন এক জন্মাষ্টমী তিথিতে।
কাজেই, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম।
আবার কংসেরও মৃত্যু !
* সূত্র 'শ্রীশ্রীকৃষ্ণমা বার্তাপ্রবাহ', সেপ্টেম্বর, ২০১২।