শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

শনিগ্রহের সৌন্দর্য এবং শনিগ্রহের ঐশ্বর্য


শনিগ্রহের সৌন্দর্য এবং শনিগ্রহের ঐশ্বর্য




প্রণব কুমার কুণ্ডু

শনিগ্রহের সৌন্দর্য এবং শনিগ্রহের ঐশ্বর্য

শনিগ্রহটি তার সৌন্দর্যময় বলয়টির জন্যই
আমাদের কাছে আকর্যণীয় !

শনিগ্রহটি
সূর্যের অন্য সব গ্রহগুলির তুলনায় সৌন্দর্যে
সৌন্দর্যের উৎকর্ষে রয়েছে !

শনিগ্রহের সৌভাগ্য
শনিগ্রহের বলয়টি
মহাজাগতিক ক্যানভাসে একটি অপরূপ
বিমূর্ত চিত্র সৃষ্ট করেছে !

১৬১০ খ্রিস্টাব্দের জুলাই মাসে
ইতালিয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি
সর্বপ্রথম
টেলিস্কোপের সাহায্যে
শনিগ্রহকে
পর্যবেক্ষণ করেন
এবং
শনিগ্রহের দৃষ্টিনন্দন বলয়
দেখতে পান !

মূলত বরফকণা দিয়ে গঠিত
শনিগ্রহের বলয় !
বলয়ে অতি অল্প পরিমাণে পাথুরে ভগ্নাবশেষ ( সিলিকন ও অক্সিজেনের যৌগ )
ও ধূলিকণাও রয়েছে !

শনিগ্রহের ঐশ্বর্য
শনিগ্রহে রয়েছে ৬২টি উপগ্রহ !



সূত্র : 'উইকিপিডিয়া' মুক্ত বিশ্বকোষ।
লেখাটি সাজিয়েছেন : প্রণব কুমার কুণ্ডু।

শনিগ্রহের বলয়ের চিত্র নিম্নে দিলাম :-

শনিগ্রহের কিছু পরিচিতি বাঁ-দিকে দিলাম :-

Saturn Astronomical symbol for Saturn
The planet Saturn
ভয়েজার ২ থেকে দেখা শনি গ্রহ
বিবরণ
বিশেষণSaturnian
কক্ষপথের বৈশিষ্ট্য
যুগ জে২০০০
অপসূর১,৫০৩,৯৮৩,৪৪৯ km
১০.০৫৩ ৫০৮ ৪০ AU
৯৩৪,৫৩৪,২৩১ miles
অনুসূর১,৩৪৯,৪৬৭,৩৭৫ km
৯.০২০ ৬৩২ ২৪ AU
৮৩৮,৫২২,১৬৩ miles
অর্ধ-মুখ্য অক্ষ১,৪২৬,৭২৫,৪১৩ km
৯.৫৩৭ ০৭০ ৩২ AU
৮৮৬,৫২৮,১৯৬ miles
উৎকেন্দ্রিকতা০.০৫৪ ১৫০ ৬০
যুতিকাল৩৭৮.১০ day
গড় কক্ষীয় দ্রুতি৯.৬৩৯ km/s
নতি২.৪৮৪ ৪৬°
(৫.৫১° to Sun's equator)
উদ্বিন্দুর দ্রাঘিমা১১৩.৭১৫৩২৮১১ ০৪°
উপগ্রহসমূহ৬১[১]
ভৌত বৈশিষ্ট্যসমূহ
বিষুবীয় ব্যাসার্ধ্য৬০,২৬৮ km [২]
(৪.৭২৫ Earths)
মেরু ব্যাসার্ধ্য৫৪,৩৬৪ km
(৪.২৭৬ Earths)
পৃষ্ঠের ক্ষেত্রফল৪.২৭×১০১০ km²
(৮৩.৭০৩ Earths)
আয়তন৮.২৭×১০১৪ km³
(৭৬৩.৫৯ Earths)
ভর৫.৬৮৪৬×১০২৬ kg
(৯৫.১৬২ Earths)
গড় ঘনত্ব০.৬৮৭৩ g/cm³
(less than water)
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ৮.৯৬ m/s
(০.৯১৪ g)
মুক্তি বেগ৩৫.৪৯ km/s
নাক্ষত্রিক ঘূর্ণনকাল০.৪৪৯ ৩৭৫ day
(১০ h ৪৭ min ৬ s) [৩]
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ৯.৮৭ km/s = ৩৫,৫০০ km/h
(at the equator)
অক্ষীয় ঢাল২৬.৭৩°
উত্তর মেরুর বিষুবাংশ৪০.৫৯° (২ h ৪২ min ২১ s)
উত্তর মেরুর বিষুবলম্ব৮৩.৫৪°
প্রতিফলন অনুপাত০.৪৭
বায়ুমণ্ডল
পৃষ্ঠের চাপ১৪০ kPa
গঠন>৯৩% hydrogen
>৫% helium
০.২% methane
০.১% water vapor
০.০১% ammonia
০.০০০৫% ethane
০.০০০১% phosphine
শনি (ইংরেজি নাম: Saturn; স্যাটার্ন) হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয়-বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় নয় গুণ। শনি গ্রহের গড় ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের এক-অষ্টমাংশ। কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় ৯৫ গুণ বেশি ঘন। শনি গ্রহের বাংলা নামটি এসেছে হিন্দু গ্রহদেবতা শনির নাম থেকে। অন্যদিকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে রোমান কৃষিদেবতা স্যাটার্নের নাম থেকে এবং শনির জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্নটি (♄) উক্ত রোমান দেবতার কাস্তের প্রতীক।
শনির অভ্যন্তরীণ অংশটি সম্ভবত লোহা-নিকেলের একটি কেন্দ্রস্থল ও পাথর (সিলিকন ও অক্সিজেন যৌগ) দ্বারা গঠিত। এই কেন্দ্রস্থলটিকে ঘিরে রয়েছে ধাতব ( কঠিন ? )  হাইড্রোজেনের একটি গভীর স্তর, তরল হাইড্রোজেন ও তরল হিলিয়ামের একটি মধ্যবর্তী স্তর এবং সর্বোপরি একটি গ্যাসীয় বহিঃস্তর। বায়ুমণ্ডলের উপরিতলে অ্যামোনিয়া কেলাসের উপস্থিতির জন্য শনি গ্রহের রং একটি ফিকে হলুদ। ধাতব হাইড্রোজেনের মধ্যে প্রবহমান তড়িৎ প্রবাহটিকে শনির গ্রহগত চৌম্বক ক্ষেত্রের উৎস মনে করা হয়। এই চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় দুর্বল হলেও শনির বৃহত্তর আকারের জন্য এটির ম্যাগনেটিক মোমেন্ট পৃথিবীর তুলনায় ৫৮০ গুণ বেশি। শনির চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃহস্পতির কুড়িভাগের প্রায় একভাগ। গ্রহের বহিঃস্থ বায়ুমণ্ডল সাধারণভাবে বৈশিষ্ট্যহীন ও বৈচিত্র্যহীন। যদিও কিছু দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্যেরও উদ্ভব ঘটে থাকে। শনি গ্রহে বায়ুপ্রবাহের গতি ১,৮০০ কিমি/ঘ (১,১০০ মা/ঘ; ৫০০ মি/সে) পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৃহস্পতির বায়ুপ্রবাহের গতির থেকে বেশি হলেও নেপচুনের বায়ুপ্রভাবের গতির মতো অধিক মাত্রার নয়।