ধর্ম ও শোক ( গদ্য )
ধর্ম ও শোক
যজন ইত্যাদি দ্বারা পূজারি ব্রাহ্মণেরা, ধর্মের নামে, অব্রাহ্মণদের, ভুল বুঝিয়ে, শোষণ করিয়ে, অর্থক্ষতি করিয়ে স্বীয় অর্থ উপার্জন করে !
ব্রা্হ্মণেরা, অব্রাহ্মণদের, ধর্মজীবন যাপন করিয়ে, জীবিকা অর্জন করে !
পূজার কলাডা মূলাটা ফল সন্দেশ তুলে নেয়।
শাড়ি ধুতি গামছা পায়।
ক্যাশ দক্ষিণা চায় !
পুরোহিত ব্রাহ্মণ,চাকুরিজীবী হলে, মাস মাহিনা, বোনাস, পেনশন, গ্রাচুইটি, এসব তো থাকেই, আর পুরুতগিরি করে,
বুজরুকি করে, শ্রাদ্ধ করিয়ে, আরো কিছু কামায় !
দেখা যায়, পুরোহিত দিয়ে, ধর্মযাপন, অব্রাহ্মণদের কাছে, অশিক্ষার ধর্ম।
সত্যিকারের ধর্মপালনে ব্রাহ্মণদের দরকার নেই, অর্থব্যয়েরও, কোন প্রয়োজন পড়ে না !
ধর্মসম্বন্ধীয়, ওটা, ধর্মের শোক।
ব্রাহ্মণদের নির্দেশিত, কেবলমাত্র, অধর্মের আলোক !
শোকসম্বন্ধীয় তত্ত্ব ওটা, শোকের ধর্ম !
শোকে অভিভূত হলে, শোক উত্তরোত্তর বেড়ে যায় !
Pranab Kumar Kundu
Public