মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

নাস্তিক


নাস্তিক



ফেসবুকের বন্ধু !

আপনার  profile-এ  আপনি লিখেছেন, " মানুষের ধর্ম মানবতা " !
বাকিটা আপনি দেখান নি, আমিও পড়তে পারি নি !

আপনি আপনার  profile-এ   লিখেছেন,
" BEWARE OF GOD " !
অর্থ, to be on one's guard !
সতর্ক হওয়া !
অর্থাৎ, ঈশ্বর থেকে সতর্ক হওয়া !

আপনি, নাস্তিক হলে, ঈশ্বর থেকে সতর্ক হ্ওয়ার প্রয়োজন লাগবে না !

মানুষের ধর্ম মানবতা !
মানবতায় যেহেতু ঈশ্বরের প্রয়োজন পড়ে না, তাই আপনি নাস্তিক্য ধর্মকেই মেনে নিয়েছেন !

মনে হচ্ছে, আপনি  bevue  করে ফেলেছেন !
হয়তো  Blunder    করে ফেলেছেন !
সম্ভবত ওটা বিষম ভুল !

ধর্ম


ধর্ম



ধর্ম।
 কেউ কাউকে বোঝাতে পারে না !
নানান দিক থেকে তথ্য সংগ্রহ করতে হয় !
তথ্য বিশ্লেষণ করে, নিজেকে বুঝে নিতে হয় !
আগে জানুন, ধর্ম কী !
আপনি যদি হিন্দু হন, চারিদিকে যা দেখছেন, তা কি ধর্ম ?
তথ্য বিশ্লেষণ করুন !
যদি মনে হয়, ধর্ম, তবে তা মেনে চলুন !