শনিবার, ২০ মে, ২০১৭

অক্ষয় তৃতীয়া


অক্ষয় তৃতীয়া



অক্ষয় তৃতীয়া !
অক্ষয় তৃতীয়া তিথি  'অক্ষয়' !
বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, চিরন্তনরূপে চিহ্নিত !
এই দিন চন্দ্র এবং সূর্য,  সব থেকে নাকি উজ্জ্বল !
কোন এক অক্ষয় তৃতীয়ায়, সত্যযুগের সূচনা হয়েছিল !
অক্ষয় তৃতীয়ার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,  প্রতিটি মুহূর্তই মঙ্গলময় ! দারুণ ভাবে শুভ !
তবে অক্ষয় তৃতীয়ারদিনের রাত সম্বন্ধে,  সে কথা বলা হয় নি !

সুপ্রাচীন সভ্যতা


সুপ্রাচীন সভ্যতা


বিশ্বের জাঁকজমক পূর্ণ সুপ্রাচীন ছেচল্লিশটি সভ্যতার মধ্যে,  পঁয়তাল্লিশটি সভ্যতার প্রাণবন্ত অস্তিত্ব আর নেই !

পঁয়তাল্লিশটি সভ্যতার আর জীবন্ত সত্তা নেই !

সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে,  শুধু মাত্র অনাদি হিন্দু সভ্যতা বেঁচে আছে !

ভবিষ্যতেও সম্ভবত অনন্ত কাল,  হিন্দু সভ্যতা,  বেঁচে থাকবে !

কারণ সে সভ্যতা সনাতন সভ্যতা !

সনাতন।
চিরবর্তমান। শাশ্বত। ঈশ্বর ব্রহ্ম শিব বিষ্ণুর মতন অক্ষর !

হিন্দুরা,   তাদের সুপ্রাচীন সভ্যতা   সংস্কৃতি   বাঁচিয়ে রাখার জন্য,  শুভ স্বস্তিক আলপনা,  যুগ যুগ ধরে,  আঁকবে !

স্বস্তিক।
শুভ মাঙ্গলিক বজ্রচিহ্নবিশেষ ! ভারতীয় সভ্যতার জয়চিহ্ন !

স্বস্তিক।
সূর্যের প্রতিরূপ।  Solar Symbol !

স্বস্তি ! স্বস্তি ! স্বস্তি !

ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি !

মোহনদাস কর্মচন্দ গাঁধী


মোহনদাস কর্মচন্দ গাঁধী



মোহনদাস কর্মচন্দ গাঁধী !
তাঁকে জাগিয়ে তুলে,  'বিজেপি'র বিষ খাওয়ানোর ফন্দি !

মোহনদাস,  কি ভাবে জাতির জনক হলেন ?

কে কে কারা কারা ওঁনাকে জাতির জনক বানালেন ?

তাঁদের কি কি স্বার্থ ছিল ?

গাঁন্ধিজির চশমাও প্রতীক হয় কি ভাবে ?

আপনাদের মহাত্মা কি বাঙালি হিন্দুদের বিদ্বেষী ছিলেন ?

সুভাষের প্রতিপক্ষ ছিলেন ?

গান্ধিজি কি  pro-muslim  ছিলেন ?

উনি কি জাতীয় কংগ্রেসের  primary membership  ছেড়েছিলেন ?

ব্রিটিশদের কাছে,  মহাত্মাজির কি  status  ছিল  ?

মহাত্মাজিকে,   কে বা কারা,  খুন করেছিলেন ?

গুলি লাগার পর, মহাত্মাজিকে  first aid  দেওয়া হয়েছিল ?

কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল ? 

কেন খুন হয়েছিলেন !

মহাত্মাজির মৃতদেহের কি  postmortem ( autopsy )  হয়েছিল ?

তালাক


তালাক



মাথায় হিজাব,  পরনে কালো গাউন,  মুসলিম মহিলা আইনজীবীদের ভিড়ে ভর্তি সুপ্রিমকোর্টের দর্শকাসন !

সায়রা বানো
আফরিন রেহমান
গুলশন পারভিন
ইশরত জাহান
আতিয়া সাবরি

তিন তালাকের বিরুদ্ধে,  বিচারের প্রার্থনায়,  সুপ্রিমকোর্টে যান !

মুখের কথায় তালাক হয় !
ফোনে তালাক হয় !
স্পিড পোস্টে তালাক হয় !
তবে তো ফেসবুকেও,  যেমন বন্ধুত্ব হয়,   তেমন তালাকও হতে পারে !

ভালো না লাগলে, তালাক হয় !
মন্দ লাগলেও তালাক হয় !

তালাক।
মুসলমান বিবাহিত পুরুষদের,  স্ত্রী-ত্যাগ !
মুসলমানদের বিবাহবিচ্ছেদ !

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  এতদিনের,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !

একজন মুসলিম মহিলা,  একই সময়ে,  একাধিক মুসলিম পুরুষকে,  বিবাহ করতে পারেন না !
তাঁরা, স্বামিদের তালাক দিতেও পারেন না !

তিন।
তিনকাল। শৈশব। যৌবন। প্রৌঢ়ত্ব।
তিনকুল। পিতৃবংশ। মাতৃবংশ। শ্বশুরবংশ।
তিনসন্ধ্যা। প্রাতঃকাল। মধ্যাহ্নকাল। অপরাহ্ন কাল। এই তিন বেলা।
তিনাঞ্জলি। তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ।

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !
তিন তালাক,   মুসলমান বিবাহিত মহিলাদের ক্ষেত্রে,  স্বামী কতৃক নিক্ষেপিত  মারণাস্ত্র !

তালাক।
মুসলমান পুরুষের মন চাইলে, তালাক হয় !
বিবিকে না-চাইলে, তালাক হয় !
আল্লার দৈববাণী শুনলে তালাক হয় !
যৌনজড় বিবিদের ক্ষেত্রে, তালাক হয় !
অতি কামুকী বিবিরও তালাক হয় !

তালাক কিসে হয়,  আর কিসে না হয়,   তা আল্লাহ-ই জানেন !

তালাক রদ করা,  যদি সম্ভব হয়,   ভারতের বুকে,  তা হবে,    ইসলামধর্মের সম্ভাবনাময়   এক সাংসারিক বিপ্লব ! এক সম্ভাবনাময় সামাজিক বিপ্লব ! এক সম্ভাবনাময় ধর্মীয় বিপ্লব !

ওটা কি হবে,  তবে,   এক সম্ভাবনাময়,   ইসলামের  ধর্ম-বিপ্লব ?

সংকীর্তন


সংকীর্তন



সংকীর্তনের মাধ্যমে,  প্রথম গণমিছিল আহ্বান করেছিলেন,  চৈতন্যদেব !

সংঘবদ্ধভাবে,  সমবেত হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে,  বঙ্গদেশে,  প্রথম জনসংগঠকের ভূমিকা,  গ্রহণ করেছিলেন স্বয়ং চৈতন্যদেব !

অত্যাচারী শাসকের বিরূদ্ধে,  এই গণ আন্দোলন,  বঙ্গদেশের তথা ভারতবর্ষের ইতিহাসে,  প্রথম অহিংসক সত্যাগ্রহের নিদর্শন !