১/ তারা একটু কষ্ট করে মন্ত্রগুলো পড়ে নিবেন।
২/ যারা বলে বেদ দ্বারা আমাদের নিয়মাদি কি?আমরা চলবো কি নিয়মে তাদের জন্য এই পোস্টটি।
আমাদের হিন্দু ধর্মে কোন প্রভাতী_বন্দনা_মন্ত্র কী ?
১ নং)<> ওঁ প্রাতরগ্নিং প্রাতরিন্দ্রং হবামহে
প্রাতমিত্রাবরুনা প্রাতরশ্মিনা ।
প্রাতভর্গং পুষনং ব্রহ্মণস্পতিং
প্রাসসোমমুত রুদ্রং হুবেম ।।
ঋগ্বেদ, ৭/৪১/১
অনুবাদ :
আমরা প্রতিদিন প্রাতঃকালে
প্রকাশ স্বরূপ, পরমৈশ্বর্যযুক্ত সবার মিত্র ও
বরণীয় সর্বত্র ব্যাপক পরম প্রভু ও তাহার
মহতী শক্তির স্তুতি করি। প্রাতঃ কালের
শান্ত বেলায় সবার ভজনীয়, সেবনীয় সকল
জগতের পোষক মহান্ লোক উৎপাদক ও
দুষ্টকে দমনকারী প্রভুর,আমরা স্তুতি
প্রার্থনা করি ।।
,২ নং)<> ওঁ উতেদানীং ভগবন্তঃ স্যামোত
প্রপিত্ব উতমধ্যে অহ্নাম্ ।
উতোদিতামঘবনৎ সূর্য়স্য বয়ং দেবানাং
সুমতৌ স্যাম ।।
ঋগ্বেদ —৭/৪১/৪
অনুবাদ :
— হে ভগবান! আমরা যেন এই প্রভাত
বেলায় সকল প্রকার ঐশ্বর্য ও সুখ-শান্তি
যুক্ত হই। এবং দিনের প্রারম্ভে অর্থাৎ
পূর্বাহ্নে, এবং দিনের মধ্যে ঐশ্বর্য যুক্ত হই
, এবং হে অসংখ্য ধনপ্রদানকারী প্রভো
সূর্যের উদয়কালে আমরা শ্রেষ্ঠ পুরুষদের
কল্যাণকারী বুদ্ধিতে যেন বর্তমান থাকি ।
যাহার দ্বারা আমাদের সমস্তদিন শুভ
কল্যান যুক্ত ভাবে অতিবাহিত হয়।
অন্নগ্রহণ_মন্ত্র
ওঁ অন্নপতে অন্নস্য নো দেহ্যনমীবস্য
শুষ্মিনঃ ।
প্রপ্র দাতারং তারিষঊর্জং নো দেহি
দ্বিপদে চতুষ্পদে ।।
যজুর্বেদ —১১/৮৩
জল পান করার মন্ত্র
ওম্ ইদমাপঃ প্রবহত য়ৎ কিষ্ণ দুরিতং ময়ি।
য়দ্বাহমভিদুদ্রোহ য়দ্বাশেপ উতান্তম্ ।।
ঋগ্বেদ —১/২৩/২২
শৌচ_কার্যে_যাওয়ার_মন্ত্র
,ওঁ ইদমাপঃ প্রবহতঃ আবদ্যং চ মলং চ য়ৎ ।
য়চ্চ অভিদুদ্রোহ অনৃতং য়চ্চ শেপে অভীরুনম্ ।
আপো মা তস্মাৎ এনসঃ পবমানশ্চ মুঞ্চতু ।।
যজুর্বেদ—৬/১৭।
সকল_কর্মের_প্রারম্ভে_আচমন_করার_ও_স্নান_করার মন্ত্রঃ
ওঁ শংনো দেবীরভিষ্টয় আপো ভবন্তু
পীতয়ে।
শংয়োরভি স্রবন্তু নঃ ।। ঋগ্বেদ —১০/৯/৪
বিশ্রাম_করার_মন্ত্রঃ
শান্তানি পূর্ব রূপাণি শান্তংনোস্তু
কৃতাকৃতম্।
শান্তং ভূতং চ ভব্যঞ্চ সর্বমেব শমস্তুনঃ ।।
অথর্ব্ববেদ —১৯/৯/২
ভ্রমণ_যাত্রার_মন্ত্র
,পূতর্বাপরং চরতো মায়য়ৈতৌ
শিশুক্রীড়ান্তৌ পরিয়াতৌ অর্ণবম্।
বিশ্বান্যো ভুবনাবিচষ্ট ঋতুরণ্যো বিদধৎ
জায়সে নবঃ ।।
অথর্ব্ববেদ —৭/৮১/১
রাত্রে_শুইবার_মন্ত্র
,ত্বয়ি রাত্রি বসামসি স্বপিষ্যামসি জাগৃহি।
গোভ্যোনঃ শর্ম য়চ্ছাশ্বেভ্যঃ পুরুষেভ্য ।।
অথর্ব্ববেদ — ১৯/৪৭/৯
,,কাহারও সংগে দেখা হলে নমস্কার
।করিয়া নিন্মোক্ত মন্ত্র বলিতে হবে ?
→নমস্তে অস্তু আয়তে নমো অস্তু পরায়তে ।
নমস্তে রুদ্র তিষ্ঠত আসীনায়োততে নমঃ ।।
অথর্ব্ববেদ — ১১/২/১৫,
শুভ সংবাদ শোনা মাত্রই বলতে হবে,
→ওম্ শুভ মস্তু । ওম্ শুভ ভবতু।।
শান্তিঃ পাঠ মন্ত্রঃ
ওম্ দৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ
পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ
শান্তিঃ। বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে
দেবাঃ শান্তিব্রর্হ্ম শান্তিঃ সর্বং
শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা
শান্তিরেধি ।।
যজুর্বেদ —৩৬/১৭
সর্বশেষ যেটা বলতে চাই,নিজের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করুন এবং তা প্রচার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
ওম্ শান্তিঃ। শান্তিঃ। শান্তিঃ★