দোকানদার দশ টাকার কয়েন নিচ্ছে না !
নৈহাটির ইউনাইটেড ব্যাঙ্ক, আমাকে , এক হাজার টাকার দশ টাকার কয়েন দিয়েছে।
শ্রী দুর্গা স্টোর্স, যারা, সকল প্রকার মুদিখানা দ্রব্য, স্টেশনারি দ্রব্য বিক্রেতা, জেরক্স করে, তরল দুধের পাউচ প্যাকেট বিক্রি করে, দুধের দাম হিসাবে হিসাবে, আমার কাছ থেকে দশ টাকার কয়েন নিচ্ছে না !
বলেছে, দু হাজার টাকার নোটও নেবে না !
মনে হয়, একটা রাজনৈতিক দলের পক্ষপুষ্ট হয়ে, কেন্দীয় সরকারের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করছে ! সাধারণ মানুষকে নাকাল করছে !
দোকানের ঠিকানা, নৈহাটির বরোদা রোডে, কাত্যায়নী গার্লস স্কুলের কাছে, সরকার বাড়ির লাগোয়া। ওদের মোবাইল নম্বর ৯৬৭৪৩৬৩২০৬।
দোকানের যদি বৈধ ট্রেড লাইসেন্স থাকে, সেই ট্রেড লাইসেন্স দেয় তো, নৈহাটি পৌরসভা।
কাজেই নৈহাটি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা ব্যবস্থা নিন।
পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবস্থা নিন।
পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি না। আমার কাছে পশ্চিমবঙ্গের পুলিশের কোন সম্মাননা নেই !
ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা কি ব্যবস্থা নেন, তাও দেখবো।
নৈহাটির ইউনাইটেড ব্যাঙ্ক, আমাকে , এক হাজার টাকার দশ টাকার কয়েন দিয়েছে।
শ্রী দুর্গা স্টোর্স, যারা, সকল প্রকার মুদিখানা দ্রব্য, স্টেশনারি দ্রব্য বিক্রেতা, জেরক্স করে, তরল দুধের পাউচ প্যাকেট বিক্রি করে, দুধের দাম হিসাবে হিসাবে, আমার কাছ থেকে দশ টাকার কয়েন নিচ্ছে না !
বলেছে, দু হাজার টাকার নোটও নেবে না !
মনে হয়, একটা রাজনৈতিক দলের পক্ষপুষ্ট হয়ে, কেন্দীয় সরকারের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করছে ! সাধারণ মানুষকে নাকাল করছে !
দোকানের ঠিকানা, নৈহাটির বরোদা রোডে, কাত্যায়নী গার্লস স্কুলের কাছে, সরকার বাড়ির লাগোয়া। ওদের মোবাইল নম্বর ৯৬৭৪৩৬৩২০৬।
দোকানের যদি বৈধ ট্রেড লাইসেন্স থাকে, সেই ট্রেড লাইসেন্স দেয় তো, নৈহাটি পৌরসভা।
কাজেই নৈহাটি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা ব্যবস্থা নিন।
পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবস্থা নিন।
পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি না। আমার কাছে পশ্চিমবঙ্গের পুলিশের কোন সম্মাননা নেই !
ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা কি ব্যবস্থা নেন, তাও দেখবো।