মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

নারী পুরুষ ও সৃষ্টি


নারী পুরুষ ও সৃষ্টি



পুরুষ স্বভাবে নিষ্ক্রিয় !
তবে প্রয়োজনে তাঁকে সৃষ্টি কাজে সক্রিয় হতে হয় !

নারীও নিষ্ক্রিয় !
তাঁকে সচেতন ভাবে সক্রিয় করতে হয় !

নারীকে সক্রিয় করার কাজটা পুরুষই করতে পারে !

সক্রিয় না করলে, নারীর আবেগ জাগে না !
তাঁর আলস্যও কাটে না !

আবেগ না জাগলে, আলস্য না কাটলে, নতুন কর্মের উন্মাদনা হয় না !

এবং নূতন সৃচ্টিও হয় না !

বেলারুশ









 বেলারুশ

বেলারুশ-এর দৃশ্য

 বেলারুশ, একটি রাষ্ট্রপতিপ্রধান প্রজাতন্ত্র।

বেলারুশ, মধ্যপূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ।

বেলারুশের উত্তরে রাশিয়া, পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, উত্তর-পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়া ও লাটভিয়া।

বেলারুশ মুলত অরণ্য হ্রদ ও জলাভূমিতে পরিপূর্ণ একটি সমতল ভূমি।

বেলারুশের প্রায় এক কোটি জনসংখ্যার ৮৩%ই জাতিগতভাবে বেলারুশিয়। ৮% - ৯%  মাত্র রুশ।

কিন্তু, বেলারুশের সরকারি ভাষা, বেলারুশিয় এবং রুশ।

এতে মনে হয়,  বেলারুশ দেশটির ওপর রুশদেশের আধিপত্য, যথেষ্টভাবে কায়েম রয়েছে।

মিনস্ক রাজধানী ও বৃহত্তম শহর।

রুশ অর্থডক্স খ্রিস্টধর্ম, দেশের মানুষের প্রধান ধর্ম।

প্রায় তিন হাজার নদী আর প্রায় চার হাজার হ্রদ রয়েছে বেলারুশে।

বেলারুশ সমতল ভূমি হলেও, দেশের মধ্যভাগে, দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে চলে গেছে বেলারুশ পর্বতশ্রেণি।

আমার 'কবিতা'র এবং 'গদ্যরচনা'র 'দর্শক' রয়েছেন বেলারুশ থেকে।