কালে লাখো লাখো বিবেকানন্দ জন্মাবে
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
কালে লাখো লাখো বিবেকানন্দ জন্মাবে !
'বিবেকানন্দ' নামটি, বিবেকানন্দ নিজেই নিয়েছিলেন !
এর আগেও একটি সন্ন্যাসী নাম নিয়েছিলেন তিনি, তা ছিল 'সচ্চিদানন্দ' !
পরবর্তিতে, 'সচ্চিদানন্দ' থেকে তিনি হলেন, 'বিবেকানন্দ'।
সে ক্ষেত্রে, ক্ষেত্রির মহারাজের সুপারিশ ছিল।