মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

শ্রেষ্ঠতা


শ্রেষ্ঠতা




প্রণব কুমার কুণ্ডু












ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ !
মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ !
বুদ্ধি থেকে হিরণ্যগর্ভ শ্রেষ্ঠ !
হিরণ্যগর্ভ থেকে অব্যক্ত প্রকৃতি
বা অব্যাকৃত মায়াতত্ত্ব শ্রেষ্ঠ !


সূত্র : কঠোপনিষদ। তৃতীয় বল্লী। এগারোতম মন্ত্র।
সূত্র : কাঠিয়াবাবা কৃষ্ণদাস বাবাজীর,  'নিম্বার্ক সাধন প্রণালী'।

নিম্বার্ক বৈষ্ণবধর্ম




প্রণব কুমার কুণ্ডু









প্রণব কুমার কুণ্ডু




বহুকাল আগে, দক্ষিণ ভারত থেকে, সাধু নিয়মানন্দ বৃন্দাবনে এসেছিলান।
সাধু নিয়মানন্দ, বৃন্দাবনের এক নিম গাছের তলায় বসে, সাধনা শুরু করেছিলেন !
সেই সাধনায়, তিনি, সিদ্ধিলাভও করেছিলেন !
লোকে তখন তাঁকে, নিম্বাকাচার্য বলত, এবং নিম্বাকাচার্য হিসাবেই, তিনি খ্যাতিলাভ করেছিলেন !

তাঁর প্রতিষ্ঠিত বৈষ্ণব ধর্ম, নিম্বার্ক বৈষ্ণব ধর্ম হিসাবে বিখ্যাত !

চেতাবনি


চেতাবনি



প্রণব কুমার কুণ্ডু











Your connection is not private
Attackers might be trying to steal your information from xml.blueparrot.media (for example, passwords, messages, or credit cards). Learn more
NET::ERR_CERT_AUTHORITY_INVALID