শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

উপনিষৎ


উপনিষৎ




উপনিষৎ বেদের শিরোভাগ !

চার বেদের সবশুদ্ধ ১১৮০ খানি উপনিষৎ !
ঋগ্বেদের ২১ খানই
যজুঃর্বেদের ১০৯ টি
সামবেদের ১০০০০ টি
অথর্ব বেদের ৫০ খানি !

অত নামীদামি বড় যে বেদ, 'ঋগ্বেদ', তার মাত্র ২১ খানি উপনিষৎ !

চার বেদের মধ্যে উপনিষদের সংখ্যা সবচেয়ে কম, ঋগ্বেদে !

উপনিষদের সংখ্যা সবচেয়ে বেশি, সামবেদে !


উপনিষৎ

ধর্মগ্রন্থ !
গুহ্যবিদ্যা।
ধর্ম।
যোগতত্ত্ব।
সাধারণ তত্ত্ব।
মন্ত্র।
বীজ।
জ্ঞানকাণ্ড।
ব্রহ্মবিদ্যা।
বিদ্যা।
ইত্যাদি ইত্যাদির,  'একক সম্ভার', বা,   কোথাও কোথাও,  'সমন্বয়'।

উপনিষদকে কোথাও বলা হয়,  'বেদান্ত' [ বেদের অন্ত বা  শেষভাগ ],  কোথাও বলা হয়, বেদের 'শিরোভাগ' !

একটা জোরালো মতবাদ,  উপনিষৎ,  "বেদান্ত শাস্ত্র" !

এটা বলা হয়,  যে,  উপনিষৎ দ্বারা,  'সংসারের আসক্তির বিনাশ ঘটে' !

*সূত্র : মহাভারত। বঙ্গবাসী। সংস্কৃত। শকাব্দ ১৮২১। ১,৬৪.১৯; ৩.৯৯.২৬; ২০৫.১
         শ্রীমদ্ভাগবত। বঙ্গবাসী। ১৩১৫। ১২.১৩.১
**  সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ',  পৃষ্ঠা  ৪২৫।

তেজ


তেজ



তামাকে চুনের তেজ !
দিনের বেলায় রাস্তায় রোদের তেজ !
বায়ুর তেজে কখনোসখনো পত্রবৃষ্টি ! কখনোসখনো পুষ্পবৃষ্টি !
তরঙ্গের তেজে নদীর দুকূল উথালপাথাল !
ঈশ্বরের তেজে তপ সারেন সব মুনিগণ !
শেয়ার বাজারের তেজে, নাচেন, তেজীয়ান বিনিয়োজিত বিনিয়োগকারী !
তেজোগর্ভ স্বামী ! অভ্যন্তরে তেজ ! বাইরেও তেজঃপূর্ণ !
স্ত্রীর ক্ষমতার দর্পচূর্ণ !

ফুটবল

ফুটবল



ফুটবল।
মাঠে যৌথনৃত্য !
বল গোলাকার।
মাঠ চৌকোনা !...

ফুটবল পায়ের ভৃত্য !
তবে কখনো, বল মাথায়ও চড়ে !
মাঠের এদিক থেকে ওদিকে, তাড়নায়, ছোটাছুটি করে !

ফুটবল বিশ্বের জনপ্রিয় খেলা।
সাধারণের খেলা। সর্বসাধারণের খেলা !

মাঝে মাঝে রেফারির বাঁশি বাজে !
কখনও মূকবধিরদের অঙ্গভঙ্গির মতো রেফারি অঙ্গভঙ্গিও  করে !

গোলরক্ষক, তার নির্দিষ্ট সীমানায়, হাত দিয়ে বল ধরে !
বিপক্ষের খেলোয়াড় বল জড়ায়, গোলের জালে !

ফুটবলে, দলবদ্ধভাবে, কর্ম সম্পাদন।
আবার স্বীয় কৃতিত্ব প্রদর্শন !

ফুটবলে, দলের খেলুড়ে/খেলুড়িদের মধ্যে, আন্তরিকতা, নিষ্ঠা, ও আস্থা ফুটে ওঠে !

খেলায় হেরে গেলে, দুঃখ পায়।
যারা জেতে, জিতলে তাদের আনন্দ হয় !
ড্র হলে উভয় দলই তেতে থাকে !

খেলা চলে নৈশালোকে কিংবা দিবালোকে।
কখনো দিবালোকে-নৈশালোকে !

দর্শক মাঠের চৌহদ্দির বাইরে বসে থাকে। খেলা দেখে !

খেলা দেখে মজা পেলে, আনন্দে চেঁচিয়ে ওঠে। হাততালি দেয় !

ইন্দোনেশিয়া [ দুই ]

ইন্দোনেশিয়া [ দুই ]

https://upload.wikimedia.org/wikipedia/commons/2/26/Candi_Sewu_viewed_from_the_south%2C_23_November_2013.jpg

ইন্দোনেশিয়া বর্তমানে একটি মুসলিম প্রভাবিত মুসলিম রাস্ট্র।
 ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ, ;ইসতিকাল মসজিদ'।
মসজিদটি জাকার্তা শহরে অবস্থিত।
বিশ্বের বৃহত্তম ইসলামিক রাস্ট্র ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ।
নির্মাণ শুরু, ১৯৫৫ সালে। শেষ হয়, ১৯৪৪ সালে।
২৯-৩০ বছর ধরে চলে নির্মাণকাজ।
মসজিদটি সাততলা বিশিষ্ট।
বিরাট জায়গা জুড়ে।
কাছাকাছি রয়েছে অনেকগুলি ফুলবাগান।



Province  বালি
Amed banner sunset.jpg
GarudaWisnuKencana head.jpg Tanah-Lot Bali Indonesia Pura-Tanah-Lot-01.jpg
Panorama of Bali from Besakih - Mother temple.jpg
Snorkeling Pemuteran Bali 2.jpg Listening To The Sound of Peace Under The Sunset.jpg
Balinese Dancer (Imagicity 1248).jpg Balinese vrouwen in een processie bij een festival in Ubud, -7 Aug. 2009 a.jpg Balinese girl with offering.jpg
From top, left to right:
Sunset over Amed beach, with Mount Agung in the background, Garuda Wisnu Kencana monument, Tanah Lot temple, view from top of Besakih Temple, snorkeling around Pemuteran, sunset over Kuta Beach, and various traditional Balinese people activities
Flag of Bali
Flag
Official seal of Bali
Seal
Nickname(s): Island of Gods, Island of Peace, Morning of The World, Island of Hinduism, Island of Love[1]
Motto: Bali Dwipa Jaya (Kawi)
(Glorious Bali Island)
Location of Bali in Indonesia (shown in green)
Location of Bali in Indonesia (shown in green)
Coordinates: 8°39′S 115°13′ECoordinates: 8°39′S 115°13′E
Country  Indonesia
Capital Lambang Denpasar City.png Denpasar
Government
 • Governor I Made Mangku Pastika (PD)
 • Vice Governor I Ketut Sudikerta
Area
 • Total 5,780 km2 (2,230 sq mi)
Population (2014)
 • Total 4,225,384
 • Density 730/km2 (1,900/sq mi)
Demographics
 • Ethnic groups Balinese (90%), Javanese (7%), Baliaga (1%), Madurese (1%)[2]
 • Religion Hindu (83.5%), Muslim (13.4%), Christian (2.5%), Buddhist (0.5%)[3]
 • Languages Indonesian ('official'), Balinese, Balinese Malay
Time zone WITA (UTC+08)
Vehicle registration DK
HDI Increase 0.724 (High)
HDI rank 5th out of 34 (2014) province of Indonesia
Website www.baliprov.go.id
Bali (island)
Native name: Pulau Bali
BaliLandsat001.jpg
Bali Island, Indonesia
Geography
Archipelago Lesser Sunda Islands
Area 5,636 km2 (2,176 sq mi)
Length 145 km (90.1 mi)
Width 80 km (50 mi)
Highest elevation 3,148 m (10,328 ft)
Highest point Mount Agung
Administration
Indonesia
Province Bali
Largest settlement Denpasar (pop. 834,881)
Demographics
Ethnic groups Balinese, Javanese, Sasak
Bali (Balinese: ᬩᬮᬶ) is an island and province of
inhdoneSiBa

ইন্দোনেশিয়ানেরা সাধারণত মাছ-ভাত খান।

১৯৪৫ সালে 'ইন্দোনেশিয়া', 'ওলন্দাজ'দের কাছ থেকে স্বাধীনতা পায় !

ইন্দোনেশিয়ায় 'ইন্দোনেশিয়'  ভাষাকে রাস্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়।

আরবি ভাষাকে নয় !

ইন্দোনেশিয়ার পাবলিক বাসগুলি সবই শীতাতপ নিয়ন্ত্রিত।

ইন্দোনশিয়ার মেয়েরা 'স্কার্ফ' পরে। বয়স্কা মহিলারা  'বোরখা'  পরেন।

ইন্দোনেশিয়ায় একটা প্রথা আছে, 'হজ' না করা পর্যন্ত, ছেলে বা মেয়ের, কারোর বিয়ে হয় না।

ইন্দোনেশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাস্ট্র।
প্রায় পাঁচ হাজার বাসযোগ্য দ্বীপের সমষ্টি ইন্দোনেশিয়া।

বর্তমানে ইন্দোনেশিয়া, পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাস্ট্র।

প্রাচীন কালে, চীনের সাথে, ভারতীয় উপমহাদেশের ব্যবসাবাণিজ্য গড়ে ওঠে, ইন্দোনেশিয়া হয়ে। এই ব্যাবসা-বাণিজ্যের কারণেই, ইন্দোনেশিয়ায় বৌদ্ধধর্মের প্রভাব পড়েছিল অপরিসীম; সাথে সাথে হিন্দুধর্মেরও।

ত্রয়োদশ শতাব্দতে, মুসলিমরা প্রথম আসতে শুরু করে ইম্দোনেশিয়ায়

ষোড়শ শতাব্দতে, মুলিমদের আগমনের , তিনশো বছরের মধ্যে, দেশটির প্রধান ধর্ম হয়ে যায়. 'ইসলাম'।

জাভা ও সুমাত্রার লোকেরাও, ইসলাম ধর্মে, ধর্মান্তরিত হয়ে যায়।

কিভাবে ইন্দোনেশিয়ার ইসলামিকরণ সঙ্ঘটিত হয়েছিল ?
জোর-জবরদস্তি  ? না স্বাভাবিক অনুরোধে উপরোধে ? না বল প্রয়োগে !
এটা দেখবার।
তবে বালি দ্বীপের অধিকাংশ লোক এখনও হিন্দু রয়েছেন !

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ১৯৪২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত, তিন বছর, জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে ছিল !

৭ম থেকে ১৪শ শতক পর্যন্ত, প্রায় আটশো বছর ধরে, বৌদ্ধ শ্রীবিজয়া সাম্রাজ্য সুমাত্রা দ্বীপে সমৃদ্ধি লাভ করে। এই বৌদ্ধ সামাজ্য জাভা দ্বীপ ও মালয় উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল।

১৪শ শতকে, পূর্বজাভাদ্বীপে, হিন্দু রাজ্য স্থাপিত হয়।

১২শ শতকের শেষের দিকে, ইন্দোনেশিয়ায়, ইসলামের অনুপ্রবেশ ঘটে।

এবং ১৬শ শতক নাগাদ, পুরো ইন্দোনেশিয়া তো বটেই, জাভা ও সুমাত্রা দ্বীপের লোকেরাও, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় !

তবে বালি দ্বীপের লোকেরা আজও সংখ্যা গরিষ্ঠ হিন্দু থেকে গেছে ।

১৬০২ সালে, ওলন্দাজেরা, ইন্দোনেশিয়া্য় এসেছিল। শাসক শ্রেণি হয়েছিল ।

পূর্ব তিমোর, ১৯৭৫ সাল পর্যন্ত, পর্তুগালের অধীনে ছিল ।

ওলন্দাজেরা ৩০০ বছর ধরে ইন্দোনেশিয়ায় ছিল !

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা।

১৯৫০ সালে ইন্দোনেশিয়া, জাতিসঙ্ঘে ৬০তম সদস্য দেশ হিসাবে উঠে আসে !

সুমাত্রা জাভা বোর্নিও নিউগিনি ও সুলাওয়েসি, এই পাঁচটি প্রধান দ্বীপ।

পর্যটন শিল্প, এখানকার অন্যতম প্রধান শিল্প।


https://upload.wikimedia.org/wikipedia/commons/7/73/Borobudur_Temple.jpg
বরবুদুরের মন্দির




 Sewu Temple Compound  Manjusrigrha
 https://upload.wikimedia.org/wikipedia/commons/2/26/Candi_Sewu_viewed_from_the_south%2C_23_November_2013.jpg



                                                                                                                                         PRAMBANAN
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fc/Prambanan_Java245.jpg
       
                                                    Prambanan Temple Complex
                                                          HINDU TEMPLE
                                                      Central Java, Indonesia


পৃথিবীর বহুদেশ থেকে পর্যটকেরা বেড়াতে আসেন ইন্দোনেশিয়ায়; বিশেষত বালি দ্বীপে।
বালি দ্বীপটি, এশিয়া ও অস্ট্রেলিয়া ( ওসেনিয়া ) মহাদেশের মধ্যবর্তী স্থানে।
ইন্দোনেশিয়া একটি মুসলিমপ্রধান দেশ হলেও, বালি প্রদেশটি হিন্দুপ্রধান !

ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাস্ট্র ! ১৭,০০০-এর বেশি দ্বীপে পরিপূর্ণ ! ৩৪টা প্রদেশ আছে ! সেগুলোর মধ্যে, বালি একটি !
ইন্দোনেশিয়া, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের থেকে কাছাকাছি দূরত্বের অঞ্চল !

ইন্দোনেশিয়ার currency, Indonesian 'Rupiah' ( রূপিয়া )।
ইন্দোনেশিয়ার air lines, Garuda ( গরুড় ) Indonesia !
গরুড় হচ্ছে, 'পক্ষিরাজ; ভগবান বিষ্ণুর বাহন !

ইন্দোনেশিয়ার মানুষদের গড় আয়ু ৭২ বৎসর।
ইন্দোনেশিয়ায় অনের জীবন্ত আগ্নেয়গিরি আছে !
ভুমিকম্পও ওখানে অনেক বেশি হয় !

বর্তমান ইন্দোনেশিয়ার সাবেকি নাম  Republic Of Indonesia.

বালির জনসংখ্যার প্রায় ৮৪% হিন্দু। প্রায় ১৪% মুসলমান।