বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

মনুষ্য-হৃদয়ে, অব্যাকৃত আকাশ রয়েছে !


মনুষ্য-হৃদয়ে, অব্যাকৃত আকাশ রয়েছে !



মনুষ্য-প্রাণিমাত্রের হৃদয়ে, অব্যাকৃত ( বেদান্তে-- ব্রহ্মব্যতীত জগতের উৎপত্তির বীজ। সাংখ্যে-- অব্যক্ত। ) আকাশ রয়েছে !
তাতে চাঁদ-তারার বদলে, মনুষ্য-লিঙ্গশরীর ( ৫ জ্ঞানেন্দ্রিয়, ৫ কর্মেন্দ্রিয়,  প্রাণ-অপানাদি ৫ বায়ু, এবং মন ও বুদ্ধি-- এই ১৭টি অবয়বযুক্ত সূক্ষ্মদেহ ) বিদ্যমান আছে !



প্রণব কুমার কুণ্ডু


অজপা


অজপা



অজপা
তান্ত্রিকদের দেবীবিশেষ।

অজপা আমাদের দেহের কুণ্ডলিনী শক্তি হতে উদ্ভূত, যা প্রাণধারিণী এবং প্রাণবিদ্যারূপে পরিচিত।

প্রাণবায়ু ও অপান বায়ুর ক্রিয়ায় জীব-মানুষ ঊর্ধ্বদিকে ও অধোদিকে গতিলাভ করে।

অধোদিকে পতন।
ঊর্ধ্বদিকে গমন।



* সূত্র : শ্রীগোপীনাথ কবিরাজের 'বিশুদ্ধবাণী', প্রথম খণ্ড।



#
প্রণব কুমার কুণ্ডু



















প্রণব কুমার কুণ্ডু