তলস্তয়
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
তলস্তয়ের
'যুদ্ধ ও শান্তি' বইটির রয়েলটির সঙ্গে যুক্ত হয়েছিল, 'আন্না করোনিনা' বইটির রয়েলটি।
তখন তলস্তয়ের মোট বার্ষিক আয়, বই থেকে, বিশ হাজার রুবল, আর তার সাথে বেড়েছে তলস্তয়ের এস্টেটের আয়, সেটা প্রায় বার্ষিক দশ হাজার রুবলের কাছাকাছি !
তলস্তয় তখন বেশ সচ্ছল !
তলস্তয়ের ১৩৫০ একর কৃষিজমি। নিজের আস্তাবলে ৩০০ উৎকৃষ্ট ঘোড়া।
তখন তলস্তয়ের বয়েস পঞ্চাশ !
তলস্তয়, লেভ নিকোলায়েভিচ তলস্তয়, কখনও বা লিও তলস্তয় !
তলস্তয়ের আত্মহত্যা করার প্রবণতা বা বাতিক ছিল ! তিনি আবার আত্মহত্যার ব্যাপারে শঙ্কিতও ছিলেন ! তবে শেষমেশ তাঁকে আত্মহত্যা করতে হয়নি !
তলস্তয়ের স্ত্রী সোফিয়া আন্দ্রেয়েভনা তলস্তয়ের ঘরসংসার দেখাশোনা করতেন। তাঁদের তেরোটি সন্তান হয়েছিল ! তাদের প্রচুর সংখ্যক দাসদাসী ও গৃহশিক্ষক-গৃহশিক্ষিকা প্রভৃতি ছিল।
তলস্তয়, তিনি দুবার নোবেল পুরস্কারের জন্য, এবং একবার নোবেল শান্তি পরস্কারের জন্য, মনোনীত হয়েছিলেন, কিন্তু কোন ধরণের নোবেল পুরস্কার তিনি পান নি !
তলস্তয়ের একাগ্রতা শক্তি প্রখর ছিল, এবং তিনি দারুণ পরিশ্রমও করতে পারতেন।
তলস্তয় চাষাভুষোদের মতো সাধারণ ও স্বল্প আহার করতেন। অনেকসময় পরতেন খেতমজুরদের মতো পোষাকও।
তলস্তয়ের জন্ম ২৮ আগস্ট ১৮২৮, মৃত্যু ২০ নভেম্বর ১৯১০। বিরাশি বছরের ওপর তিনি বেঁচেছিলেন।
তথ্যসূত্র : যজ্ঞেশ্বর রায়, 'সাহিত্য ও সংস্কৃতি' পত্রিকা, বর্ষ ২১, শ্রাবণ-আশ্বিন ১৩৯২, সংখ্যা ২, সম্পাদক সজ্ঞীবকুমার বসু, শারদীয়া সংখ্যা।
তথ্যসূত্র : উইকিপিডিয়া।