শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

শিক্ষা ( দুই )


শিক্ষা  ( দুই )























প্রণব কুমার কুণ্ডু



রক্ষণশীলতা
একটি জৈবিক ধর্ম।

রক্ষণশীল সমা্জ তার নিজস্ব সত্তা ও নিজস্ব ঐতিহ্য অটুট রাখার জন্য,
এবং ভবিষ্যৎ সমাজকে তার অভিলষিত লক্ষ্যে পরিচালনা করার জন্য,
নবীন প্রজন্মকে,
প্রয়োজন মতো শিক্ষা দিয়ে,
প্রস্তুত করে।



* প্রসঙ্গ : স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত 'ভারত সংস্কৃতির রূপরেখা'।


নজরুল-নার্গিস-প্রমীলা


নজরুল-নার্গিস-প্রমীলা























প্রণব কুমার কুণ্ডু




নজরুলের আসল জীবনসঙ্গিণী আশালতা সেনগুপ্ত, যিনি প্রমীলা। ডাকনাম ছিল 'দুলী'।

নজরুলের জীবনে প্রথমে একজন আসতে পারতেন, নার্গিস ! কিন্তু পুরোপুরিভাবে,  ইসলামিমতে,  বিবাহ প্রক্রিয়া শেষ না হওয়ার দরুণ, তা সম্ভব হয়নি।

দুজনের সঙ্গেই নজরুলের আলাপপরিচয় ছিল।

নার্গিসের আসল নাম সৈয়দা খাতুন।
নার্গিস ছিলেন,  অসামান্য সুন্দরী। তিনি ছিলেন সুকণ্ঠের অধিকারীণী,  ভালো গান গাইতে পারতেন।
নার্গিসকে 'ছবি' বলেও ডাকা হোত।
নার্গিসের মা আসমাতুন্নেসা। বাবা আবদুল জববার।

নার্গিস ( নজরুলের দেওয়া নাম ) এবং প্রমীলা,  দুজনেই পূর্ববঙ্গের কুমিল্লার নারী।

প্রমীলা ছিলেন, সেই পূর্ববঙ্গেরই মানিকগঞ্জ জেলার, শিবালয় উপজেলার, তেওটা গ্রামের বসম্ত কুমার সেনগুপ্তর মেয়ে। মা গিরিবালা দেবী।

পিতার মৃত্যুর পরে, প্রমীলা,  মায়ের সঙ্গে কুমিল্লায় চলে আসেন।

নজরুলের সাথে প্রমীলার , এবং প্রমীলার মা, গিরিবালা দেবীর,  পূর্ব পরিচয় ছিল।

মূলত গিরিবালা দেবীর আত্যন্তিক আগ্রহে, নজরুলের সাথে প্রমীলার বিবাহ সম্পন্ন হয়েছিল।

তবে মুসলিম ধর্মের বিধান অনুযায়ী, প্রমীলাকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতে হয়েছিল।

নজরুল কিন্তু, ব্যক্তিগত ভাবে,  হিন্দু-মুসলিম ধর্মের ব্যাপারে, মোটামুটিভাবে, লিবারাল ছিলেন।

কাজি নজরুলের নামের প্রথম অংশের জন্য, নজরুলের ছেলেরাও, তাদের নামের আগে 'কাজি' শব্দটি ব্যবহার করতেন।

মুজাফফর আহমেদ ছিলেন একজন কম্যুনিস্ট। পরবর্তিতে তিনি খ্যাতনামা কমিউনিস্ট লিডার হয়েছিলেন। তিনি কিন্তু নজরুলের সাথে নার্গিসের বিয়ের ঘোরতর বিরোধী ছিলেন।