বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্বকর্মা


বিশ্বকর্মা


বিশ্বকর্মা।
শিল্পসমূহের প্রকাশক।
অলঙ্কারের স্রষ্টা।
দেবতাদের বিমান নির্মাতা।

বিশ্বকর্মার দয়ায়
হিন্দুরা
শিল্পকলায়
জীবিকার্জন করে।

বিশ্বকর্মা
লঙ্কার নির্মাতা।
এবং সেতুকারক নলের পিতা।

বিশ্বকর্মার মাতা
বৃহস্পতিভগিনী
যোগসিদ্ধা।

প্রভাস নামক বায়ুর ঔরসে
তৎপত্নী যোগসিদ্ধার গর্ভে
বিশ্বকর্মার জন্ম।

বিশ্বকর্মা
বৃত্রাসুরের বধের নিমিত্ত
দধীচি মুনির
অস্থি দ্বারা
বজ্রাস্ত্র
নির্মাণ করেছিলেন।

বিশ্বকর্মা
উপবেদ
স্থাপত্যবেদের
প্রকাশক।

বিশ্বকর্মা
চৌষট্টিকলার অধিস্থাতা
সমস্ত শিল্পীদের
অর্চনীয়।

মঙ্গলকাব্যের বর্ণনায়
বিশ্বকর্মা
চণ্ডীর আজ্ঞায়
দেউলনির্মাণ
কাঁচুলিলেখন
নগরনির্মাণ
ও নৌকা গঠনের শিল্পী।

শূন্যপুরাণে
ধর্মস্থাননির্মাণ ও
ধানকাটার সোনার কাস্তে গড়ার
উনিই কারিগর।

অন্নদামঙ্গলে
শিবের সিদ্ধির( ভাং-এর ) ঘোটনা
অন্নপূর্ণার রত্নহাতা
রত্নমুকুট
পানপাত্র
ভূষণ
কাঁচুলি
শাড়ি
উড়ানি প্রভৃতি
বিশ্বকর্মাই জুগিয়েছিলেন।

বিশ্বেশ্বরের দেউল
ও অন্নপূর্ণার পুরীর
উনিই নির্মাতা।

চাষি শিবের
চাষের জন্য
লাঙ্গল-ফাল
কোদাল দা জোয়াল মই প্রভৃতির কর্মকাররূপে
উনিই ব্যবস্থা করেছিলেন।

বিশ্বকর্মা ছিলেন
শিল্পপণ্ডিত।

বিশ্বকর্মাসূতা
সূর্যের পত্নী
সজ্ঞা ।



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১৫৭৯।