শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

আমার স্ত্রী



আমার স্ত্রী






আমার স্ত্রী একতলার রান্নাঘরের খোলা জানালার পাশে আস্তাকুড় গড়ে তুলেছেন !
ওখানে মাছিরা ডিম পাড়ছে।
মশারা উড়ে উড়ে তাদের পাখনা দিয়ে মাছিদের ডিমগুলো আড়াল করে ঢেকে রক্ষা করছে !
ওগুলো বাঁচিয়ে রাখছে !

মশা-মাছির অটুট বন্ধন যুগ যুগ জিও !



প্রণব কুমার কুণ্ডু


বিশ্বসৃষ্টির শুরুতে


বিশ্বসৃষ্টির শুরুতে



বিশ্বসৃষ্টির শুরুতে, অন্ধকার অন্ধকারকে ঢেকে রেখেছিল !
সেই অন্ধকারের গুরুত্ব এবং ঘনত্ব কে মেপেছিল ?

এখন আমরা আলোর গতিতে আলোর দিকে এগিয়ে চলেছি !

এখন আলো দিয়ে আলো, আলোকে ঢেকে রেখেছে !

অন্ধকার সুদূরে চলে যাচ্ছে !



প্রণব কুমার কুণ্ডু

বেদবতী


বেদবতী


বেদবতী।
পিতা।
দেবগুরু বৃহস্পতির পুত্র মহাত্মা এবং রাজর্যি ( ঋষির মতন জীবনযাপনকারী ) কুশধ্বজ।

এই বেদবতী, তাঁর পিতা কুশধ্বজের বেদাভ্যাস চলাকালীন, বাঙ্ময়ী মূর্তিতে প্রকাশিত হন !
সেইজন্য কন্যাটির নাম বেদবতী !
বেদবতী সর্বাঙ্গসুন্দরী কন্যা ! রূপলাবণ্যে অলোকসামান্য।

বেদবতীর বিবাহযোগ্য কাল উপস্থিত হলে, দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, ও পন্নগেরা, কুশধ্বজের কাছে এসে, মেয়েটিকে বিবাহ করতে 'প্রার্থনা' করে, কিন্তু কুশধ্বজ তাদের কাউকেই কন্যা সম্প্রদান করতে সম্মত হন নি !

কুশধ্বজের অভিপ্রায় ছিল, দেবপ্রধান ত্রিলোকীনাথ ভগবান বিষ্ণু, তাঁর জামাতা হন !

পরে বলদীপ্ত দৈত্যরাজ শুম্ভ, কুশধ্বজের এই সুদৃঢ় সংকল্পে যারপরনাই কুপিত হয়ে, একদিন রাতে, কুশধ্বজের নিদ্রিত অবস্থায়, তাঁকে নির্মমভাবে হত্যা করে !

তাই বেদবতীর জননী, একান্ত শোকাকুল ও বিহ্বল হয়ে, কুশধ্বজের মৃতদেহ আলিঙ্গন করে, জ্বলন্ত চিতা্য় আরোহণ করে প্রাণ বিসর্জন করেন !

এরপরে বেদবতী, তাঁর পিতার মনোগত ইচ্ছা সিদ্ধ করার জন্য, কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন।
তিনি মুনিব্রত ( চান্দ্রায়ণাদি তাপসব্রত ) অবলম্বন করে দীপ্ত দেবতার মতন তপস্যা করতেন।

বেদবতীর মাথায় ছিল জটাভার, পরিধানে কৃষ্ণাজিন ( কৃষ্ণসার হরিণের চামড়া )।

পরম দেবতা শ্রীশ্রীনারায়ণকে বেদবতী স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন !
নারায়ণ তথা শ্রীবিষ্ণু বিশ্বরাজ্যের রাজা !
ভারতের সকল মানুষের পূজনীয় !

হিমালয় পর্যটনকালে, রাবণ ঐ কন্যাকে কোন এক অরণ্যে দেখতে পেলেন।
দেখে রাবণের যৌন আকাঙক্ষা জেগে উঠল !
কামার্ত রাবণ বলপূর্বক বেদবতীর চুলের গোছা ধরে টান দিল ! বেদবতীকে ধর্ষণ করতে চাইল !
বেদবতী তার চুলের গোছা, রাবণের হাত থেকে ছাড়িয়ে নিয়ে, তাঁর দেহবিসর্জনের জন্য, ক্রোধানলে চিতা জ্বালিয়ে নিজেকে দগ্ধ করে দিলেন !
বেদবতীর অগ্নিপ্রবেশ ঘটল !

বেদবিতী এর পরে রাবণ এবং 'রাবণদের' বিনাশের জন্য, পুনঃ-পুনর্বার জন্মাবেন !
বেদবতী কোনো ধার্মিকের অযোনিজা কন্যারূপে জন্মগ্রহণ করবেন !
নাম নেবেন 'সীতা' !
রাম সাক্ষাৎ সনাতন বিষ্ণু !
সীতার সাথে রামের বিবাহ হবে !

অগ্নিশিখার মতো বেদবতী মর্ত্যলোকের হলকর্ষিত ক্ষেত্রে পুনঃ পুনঃ উৎপন্ন হবেন !



* বাল্মীকি রামায়ণ, হেমচন্দ্র ভট্টাচার্যের অনুবাদ।



প্রণব কুমার কুণ্ডু