শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

হয়গ্রীব


হয়গ্রীব



হয়গ্রীব।
হয়গ্রীবাতুল্য গ্রীবাযুক্ত !
হয়শিরোধর !
বিষ্ণুর অবতার !

হয়গ্রিব দৈত্যকে বধ করার জন্য,  বিষ্ণু নিজে,  হয়গ্রীবমূর্তি ধারণ করে,  হয়গ্রীব দৈত্যকে ধোঁকা দিয়েছিলেন !

ভগবান বিষ্ণু কি সৎ ছিলেন ?

হয়। ঘোড়া। অশ্ব। পুং.। স্ত্রী-হয়ী !

হয়গ্রীব। ঘোড়ার মতো গ্রীবাযুক্ত।



* সূত্র : 'দেবীভাগবত', ১ম স্কন্ধ, ৫ম অধ্যায়-শব্দকল্পদ্রুম। বরদাপ্রসাদ বসু-প্রকাশিত। শকাব্দ ১৮০৮।
** সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ", পৃষ্ঠা ২৩২৬।

ব্রহ্মার জগৎ সৃষ্টি


ব্রহ্মার জগৎ সৃষ্টি



শাস্ত্রমতে, বাংলা বছরের শেষ মাসে, অর্থাৎ,  চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদে,  শকাব্দের শুরু হয় !

এবং, ঐরূপ কোন এক আদ্যিকালের,  ঐ নির্দিষ্ট তিথিতেই,  ব্রহ্মা,  জগৎ সৃষ্টি শুরু এবং শেষ করেন !



শকাব্দ।
প্রাচীন ভারতে প্রচলিত  'অব্দ'বিশেষ !

অব্দ।
বৎসর। সাল। যেমন, বঙ্গাব্দ। যেমন, শতাব্দ !

শতাব্দ।
একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক,  century.

ব্রহ্ম !


ব্রহ্ম !



ব্রহ্মের,  মানুষে মানুষে,  ধর্মে ধর্মে,  বিধিনিষেধের সম্পর্ক নেই !

ব্রহ্মের কুল নেই ! গোত্র নেই ! ব্রহ্মের ধর্ম নেই !

সনাতন ধর্ম কি,  ব্রহ্ম তা বোঝেন না !

হিন্দুধর্ম কি,  তিঁনি তাও বোঝেন না !

মুসলিম ধর্ম কি, তাও তাঁর অজানা !

এগুলো কিন্তু সব আমার ভাবনা !