মা মহামায়া
শ্রীশ্রীচণ্ডীরূপে, মা মহামায়া !
শ্রীশ্রীচণ্ডীতে
মা মহাকালী
মা মহালক্ষ্মী
মা মহাসরস্বতী
এই তিন মহান মাতৃরূপা দেবীর উল্লেখ আছে !
এঁরা সকলেই মা মহামায়ার স্বীয় মূর্তিবিশেষ !
অসুর নিধন যজ্ঞকার্যে, ঐ তিন দেবীকে দিয়ে, মা মহামায়া, তাঁর বিহিত কার্য, সুসম্পন্ন করেছিলেন !
তখনকার দিনে, বিচার ব্যবস্থা, জেল বা সংশোধনাগার ছিল না !
তাই, punishment ছিল, একেবারে বর্বরঅত্যাচার আর নির্মম !
একেবারে খতম !
সদলবলে এবং নির্বংশে খতম !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন