বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

মহালক্ষ্মী

মহালক্ষ্মী



মহালক্ষ্মী একজন আছেন !
তিনি মহালক্ষ্মী নাম্নী শক্তিবিশেষ !

ভগবান বিষ্ণু তাঁর নিজের দেহ থেকে মহালক্ষ্মী শক্তির সৃষ্টি করেন !

অজেয় অসিতলোমা অসুরকে এই মহালক্ষ্মী বধ করেন !



কে এই অসিতলোমা অসুর ?

এই অসিতলোমা অসুরের সারাগায়ে প্রচুর সংখ্যায় কৃষ্ণবর্ণের ঘন লোম ছিল !

অসিতলোমা অসুরের জন্ম,   পিতা কশ্যপের ঔরসে,  মাতা  প্রজাপতি তনয়া,  দনুর গর্ভে !

ব্রহ্মার বরে,  এই অসিতলোমা অসুর, সকলের অজেয় হন,  এবং যা হয়,  ultimately, অসিতলোমা অসুর,  সকল  দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন !
এব্যাপারে কিংবদন্তি গল্পের মুখে মুখে প্রচলন আছে !

দেবতারা,  অসিতলোমা অসুরের অত্যাচারের প্রতিবিধান চেয়ে,  ভগবান শিবের কাছে যান !
করজোড়ে শিবের শরণাপন্ন হন !

শিব,  দেবতাদের সঙ্গে করে,  ভগবান বিষ্ণুর কাছে,  নিয়ে যান !

ভগবান বিষ্ণু,  তাঁর নিজের শরীর থেকে,  মহাবলশালী  'মহালক্ষ্মী শক্তির'  সৃষ্টি করেন !

অজেয় অসিতলোমা অসুরকে,  সেই মহালক্ষ্মীর মহাশক্তি,  বধ করেন !



* সু। অসিতলোমা। ১৫০/২