বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ফেসবুক ডট কম ৩


ফেসবুক ডট কম ৩



মাননীয় মহাশয়গণ,
গতকাল ফেসবুক ডট কম ২ এবং ২/১ এ, আপনাদের জানিয়েছিলাম, যে, গত কালের  'স্মৃতিগুলো',  আমি  'পোস্টিং' এবং  'শেয়ার'  করতে পরি নি !
আপনারা আর  'স্মৃতিগুলো'  দেন নি !
এটা আমাকে ব্যথিত করেছে !
সত্যি সত্যি আপনাদের  'সার্ভিস'  খুবই খারাপ !
আপনাদের ভারপ্রাপ্ত আধিকারিক/আধিকারিকরা  কি করেন ? তাঁদের একটু সহানুভূতিশীল হওয়া উচিত !

যে  'বিজ্ঞাপনগুলি'  ব্যাঘাত ঘটাচ্ছে, সেগুলির কয়েকটি এইরূপ :----
1 )  FLIPKART
2) HEALTH REPORTS
              24
3 ) LUFTHANSA
4 ) EULA
5 ) IXBET Lucky Friday
6 ) iq option
7 ) global sources.com

'পোস্টিং'   'শেয়ারিং'  নিশ্চিতকরণ করা যাচ্ছেনা !
'স্মৃতিগুলো'  লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে !
করতে গেলেই,  'ব্রাউজার'-এ,  'বিজ্ঞাপন' এসে যাচ্ছে !

এগুলি, চিরতরে  'ডিলিট' করে দিন !

নমস্কার !

প্রণব কুমার কুণ্ডু।

১৫/১১/২০১৭।