ধর্মকর্ম
কলিযুগে, দ্রব্যসাধ্য ধর্মকে, অর্থাৎ, দান ইত্যাদিকে, সঠিক বলে মনে করা হয় ! মান্য করা হয় ! তাই দানের জন্য প্রস্তুত থাকুন ! দান এবং চাঁদা দেওয়ার জন্য হোন, সর্বং সহন !
কলিযুগে দানই ধর্ম !
যেখানে সত্যযুগের মূল ধর্ম ছিল, ধ্যান !
ত্রেতাযুগের মূল ধর্ম ছিল, তপস্যা !
আর দ্বাপরষুগের মূল ধর্ম ছিল, যজ্ঞ !
কাজেই কলিযুগে, অতি দরিদ্র এবং অভাবগ্রস্থদের দান করুন !
সেটাই হবে আপনার ধর্ম ! এবং আপনার ধর্মকর্ম !
তবে লক্ষ্য রাখবেন, সেই দান করতে গিয়ে, কারোর দ্বারা যেন প্রতারিত না হন !
* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ২৯।