বুধবার, ১৯ জুলাই, ২০১৭

হয়তো আমি ঘুমের ঘোরেই****


হয়তো আমি ঘুমের ঘোরেই****



রাতে আমি এমন ঘুমোই, যে সারা রাত কেমন করে কেটে যায়, জানতেই পারি না !

মনে হয় ওটা  self-generated hypnotic-এর জন্য !

হয়তো আমি, ঘুমের ঘোরেই, মারা যাবো !

দেখো !



* Hypnotic !
* Resembling like a drug, which produces a sleep, appearing like a natural sleep !

কংগ্রেস ও শ্রী প্রণব মুখার্জি


কংগ্রেস ও শ্রী প্রণব মুখার্জি



রাজনীতিতে করিতকর্মা ভদ্রলোক, শ্রী প্রণব মুখার্জিকে, কংগ্রেস, প্রধান-মন্ত্রীর আসনে, বসায় নি !
বসাতে দিতে চায় নি !

প্রণব মুখার্জিকে, কংগ্রেস, রাষ্ট্রপতি করে, রাজনীতির মূলস্রোত থেকে, সরিয়ে দিয়েছিল !

একজন হিম্মতওয়ালা বাঙালিকে, কংগ্রেস, বঞ্চিত করেছিল !

হিন্দু বামুনের ছেলে


হিন্দু বামুনের ছেলে



এক সময়ে  বাঙালি হিন্দুরা, মুরগির ডিম, মুরগির মাংস খেত না !

তখন ওদুটো জিনিস, তাঁদের হেঁসেলে ঢুকত না !

ওরা হাঁসের ডিম খেত ! হাঁসের মাংস খেত !

এখন তো প্রায় সব বাঙালি হিন্দুই,  মুরগির ডিম, মুরগির মাংস খায় !

এমন কি, বামুনের ছেলে, প্রকাশ্য রাজপথে, সকলকে দেখিয়ে দেখিয়ে, গোরুর মাংসও খায় !

মুসলমানদের সাথে, সাম্প্রদায়িক সম্প্রীতির যোগ দেখায় !

টিভির লোকেদের সামনে, নিজের আচরণ দেখায় !

পরে হয়তো,  বাড়িতে গিয়ে, মাল খায় !

তারপর নিশ্চিন্তে ঘুমোয় !

শনি


শনি



শনি।
গ্রহবিশেষ।
সৌরি !

শনির হাতের পায়ের চারটে করে আঙ্গুল।
শনি কালো কাপড় পরেন। কখনো নীল।
শনির চার হাত।
শনি মাঝে মাঝে গাধার পিঠে চড়ে বসেন !
ভাগ্যি ভালো, খচ্চরের পিঠে চাপেন না !
অন্তরিক্ষে অবিশ্যি শনির বাহন শকুন !

যম শনির অধিদেবতা !
শনির জননী ছায়া !
পিতা সূর্য !
তবে পিতা শনিকে ভালোবাসেন না !
কোলে করেন না !
অনেক দূরেতে সরিয়ে রাখেন !

শনির অস্ত্র।
ভল্ল
বাণ
গদা।
শনি ধনুর্ধারী !
ভল্ল। বর্শাজাতীয় প্রাচীন অস্ত্র।

শনির মন্ত্র।
'ওঁ শং শনৈশ্চরায় নমঃ' !

শনিবার।
অনেকের হাফছুটি ! অনেকের ফুলছুটি !

শনিচক্র।
জ্যোতিষে শনিভোগ্য সাতাশ নক্ষত্রের নর-অাকারের চক্রবিশেষ !

শনিকে দান করতে হয় !
কালো তিলের চিহ্নযুক্ত কালো রঙের গাভি !
উৎকৃষ্ট লোহা !
উচ্চমানের
ভূমিকম্প নিরোধক
বাড়ি করার 'রড' দিলে আরো ভালো হয় !
বেদখলিকৃত সরকারি জমিতে
তাতে
ভালো ধরণের
শনি মন্দির তৈরি করা যায় !

শনির দৃষ্টি।
শনির কোপদৃষ্টি বা শুভদৃষ্টি
উভয়ই ক্ষতিকর !
শনির জন্যই
গণেশ ঠাকুরের হাতির মাথা !

শনি লাগলে
শনির দৃষ্টি লাগে !

শনি ত্যাগ করলে
শনির দৃষ্টি থেকে মুক্ত হওয়া যায় !

শনির দশা।
দুরবস্থা !
শনির দৃষ্টি।
অশুভ দৃষ্টি !

শনির প্রতিকার।
শনির কোপদৃষ্টির প্রতিবিধান !
বেগুন পোড়ার সাথে
মাছ পোড়া খাওয়া !
আর শনি ঠাকুরের মন্ত্র পড়া !