রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

দাস্যভক্তি


দাস্যভক্তি



মধ্বের
দাস্যভক্তি যোগ !

শ্রীবিষ্ণুর পূজা-বন্দনা
শ্রীবিষ্ণুর সেবা
তিলকধারণ
শ্রীবিষ্ণুস্তোত্র শ্রবণ
শ্রীবিষ্ণুমন্ত্র মনন
শ্রীবিষ্ণুর নাম-জপ
স্বাধ্যায়
শ্রীবিষ্ণুর ধ্যান
শ্রীবিষ্ণুর ভজন
ইত্যাদি !

এসবই নাকি, মুক্তির উপায় !

আমি তো ওসব করতে পারব না !

আমি নিরুপায় !


বৈষ্ণব সাহিত্যে পঞ্চবিধ ভেদ


বৈষ্ণব সাহিত্যে পঞ্চবিধ ভেদ



১। ঈশ্বরে ও জীবে ভেদ।
২ । ঈশ্বরে ও জড়বস্তুতে ভেদ।
৩। জীবে জীবে ভেদ।
৪ । জীবে ও জড়বস্তুতে,  বা চেতনে এবং অচেতনে, ভেদ।
৫ । এক জড়বস্তু হতে, অন্য জড় বস্তুতে, এবং সেইগুলোর বিভাগসমূহে  ( classifications-এ ) ভেদ।

এই পঞ্চবিধ ভেদ, বা, পঞ্চবিধ স্বাতন্ত্র্য, নষ্ট করে, অভেদ বা একত্ব তন্ত্র।



* সূত্র :  স্বামী সুন্দরানন্দের  'যোগচতুষ্টয়'।

জতীয় সঙ্গীত  জাতীয় পতাকা



Pranab Kumar Kundu বন্দেমাতরম-ই আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ! না-হওয়ার পেছনে, কেবলমাত্র মুসলিম তোষণ ! একশ্রেণির মুসলমান আবার আল্লার দোহাই দিয়ে, ভারতের জাতীয়-সঙ্গীত গাইতেই চায় না ! কী নিষ্ঠুর চেতনা ! ঐ একই কারণে, গেরুয়া-রঙ, ভারতের জাতীয় পতাকার, রঙ হল না ! জয় জয় মুসলিম তোষণের জয় হো ! জয় জয় জয় হো ! আল্লাহ'র জয় হো !