বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

হিন্দুশাস্ত্রে যোগ

           প্রণব কুমার কুণ্ডু



হিন্দুশাস্ত্রে যোগ


পতঞ্জলির যোগসূত্র হিন্দুদর্শনের ছয়টি প্রধান শাখার অন্যতম।

অন্য শাখাগুলি :-
কপিলের সাংখ্যদর্শন
গৌতমের ন্যায়দর্শন
কণাদের বৈশেষিকদর্শন
জৈমিনির পূর্বমীমাংসা দর্শন
ও বদরায়নের উত্তরমীমাংসা দর্শন।

অন্যান্য যে সব শাস্ত্রে, যোগ নিয়ে আলোচনা আছে :-
উপনিষদ
ভগবদ্‌গীতা
হঠযোগ প্রদীপিকা
শিব সংহিতা
ও বিভিন্ন তন্ত্রগ্রন্থ।

হিন্দু দর্শনে যোগ

প্রণব কুমার কুণ্ডু
হিন্দু দর্শনে যোগ

রাজযোগ
কর্মযোগ
জ্ঞানযোগ
ভক্তিযোগ
ও হঠযোগ।

এই পাঁচটি, যোগের বিভিন্ন শাখা।

এখন ঐসব যোগ, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

বিস্তৃত হয়েছে্।

বিভিন্ন যোগের বিভিন্ন পত্র-পুষ্প-মুকুল-ফল শোভিত বৃক্ষগুলি তো আগেই ছিল, এখন সেগুলো আরও গজিয়েছে, অনেক অনেক শাখা, অনেক অনেক প্রশাখা বেরিয়েছে !

আমেরিকায়, যোগ, বিশেষত রাজষোগ, হঠযোগ,  এখন এক বিরাট ব্যাবসা হয়ে দাঁড়িয়েছে !
অনেক লোক, অনেক পয়সা তাতে কামাচ্ছে !

হঠযোগ।
খ্রিস্টিয় ১১ শতকে, হঠযোগের বিভিন্ন পুঁথি, ভারতে,  নতুন ভাবে আবিষ্কৃত ( নবাবিষ্কৃত ) হয়েছিল।