শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

যিশুর বারোজন প্রধান শিষ্যের নাম


যিশুর বারোজন প্রধান শিষ্যের নাম
#



#
১। সিমোন বা পিতর
২। পিতরের ভাই অ্যানড্রু
জেবেদির দুই পুত্র
৩। জেমস
এবং
৪। যোহন
৫। ফিলিপ
৬। বার্থোলোমিউ
৭। টমাস
৮। করাদায়কারী মথি
৯। আলফেয়ের পুত্র জেমস
১০। আলফেয়ের আর এক পুত্র থাদেয়
১১। ক্যানানবাসী সীমোন
১২। যুদা ইস্কারিয়োৎ, যে বিশ্বাসঘাতকতা করে যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিল।

ঐ বারোজন শিষ্যের সাথে, যিশু, একদিন,  দোতালার একটি ঘরে, এক সন্ধ্যাবেলায় শেষ নৈশভোজ ( Last Sapper ) সেরেছিলেন।
ভোজনের পূর্বে, যিশু, যত্ন সহকারে, ঐ বারোজন শিষ্যের প্রত্যেককে,  পা ধুইয়ে, পা  মুছিয়ে দিয়েছিলেন !

ঐ পা ধোয়ানো-মোছানোর ব্যাপারটা, আসলে ভারতীয়দের মধ্যে, শিষ্টাচার হিসাবে, গণ্য করা হয়।
সেই শিষ্টাচার,  যিশু সম্ভবত ভারতীয়দের মধ্যে দেখেছিলেন,  শিখেছিলেন, এবং ঐ বারোজন শিষ্যের প্রতি তা প্রয়োগ করেছিলেন।
#
#
সূত্র: মার্ক ৬ : ৭-১৩। লুক ৯ : ১-৬। পুস্তক, 'নবসন্ধি' পৃষ্ঠা ১৮।
#


#
প্রণব কুমার কুণ্ডু