কুবের
কুবেরের কুৎসিত শরীর।
কুবের কুব্জ।
কুবের যক্ষরাজ।
কুবের ছিলেন ধনদ !
কুবের ধনের অধিদেবতা !
যেখানে ধনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীলক্ষ্মী !
কুবের যক্ষরাজ।
যক্ষ প্রেতযোনি বিশেষ !
কুবেরের পিতা বিশ্রবাঃ। জননী দেববর্ণীনী। কুবেরের অন্য নাম বৈশ্রবণ।
কুবের তপস্যার প্রভাবে, ব্রহ্মার কাছ থেকে 'বর' হিসাবে, উত্তরদিকের দিক্পালত্ব, ধনপতিত্ব, এবং 'পুষ্পক বিমান' লাভ করেছিলেন !
কৈলাসগিরি ছিল কুবেরাচল। কুবেরাদ্রি। কুবের কৈলাসগিরিতেই থাকতেন। কাছাকাছি থাকতেন, দেবাদিদেব শিব !
পরে, পিতা বিশ্রবার আদেশে, কুবের, লঙ্কার 'ত্রিকূট' পর্বতের শিখরে বসবাস করতেন।
'ত্রিকূট', 'ত্রিশৃঙ্গযুক্ত' পর্বত। লঙ্কার আধার পর্বত।
দুবৃত্ত রাবণ, লঙ্কা গ্রহণ করতে ঈচ্ছা করলে, কুবের, পুনরায়, পিতার আদেশে, কৈলাস পর্বতে ফিরে আসেন !
রাবণ কুবেরের বৈমাত্রেয় ভাই !
কুবের, তাঁর পিতার 'আদেশ', মেনে চলতেন !
কিছুদিন পরে, রাবণ, কুবেরকে, যুদ্ধে পরাস্ত করে, জয়চিহ্নস্বরূপ, 'পুষ্পক বিমানটি' ছিনিয়ে নেন !
উত্তর দিক, কুবেরাধিষ্ঠিত দিক।
কুবের তন্ত্র। পুঁজিবাদ। Capitalism !
কৈলাস পর্বত। শিব ও কুবেরের বাসস্থান ! বিশেষ পর্বত। পৌরাণিক কা্হিনীতে, সেটা, উত্তর মেরুর দক্ষিণ পার্শ্বে !
কুবেরের ধন নিধি।
কুবেরের ধনরক্ষক যক্ষ।
কুবেরের পত্নী মুরজা, শুভাঙ্গী, যক্ষিণী।
পিতা পৌলস্ত্য, বিশ্রবাঃ।
মাতা দেববর্ণিনী।
কুবেরের পুত্র নলকূবর।
কুবেরের রথ 'পুষ্পক'। সেটা রাবণ বেদখল করেছিল ! পরবর্তী কালে, 'পুষ্পক রথ', রামচন্দ্রের করায়ত্ত হয় ! রামচন্দ্র লঙ্কা থেকে, সীতাদেবী ও অন্যান্যদের সাথে করে, অযোধ্যায় ফিরে আসেন।
কুবেরের রাজধানী অলকা বা অলকাপুরী।
কুবেরের নিজের প্রথম পুরী, লঙ্কাপুরী।
কুবেরের বৈমাত্রেয় ভাই 'রাবণ' !
কুবেরের বিশ্বস্ত অনুচর, 'বসুন্ধর'।