কর্তা-গিন্নি সংবাদ
গিন্নি বললেন, 'তোমাদের জন্য করে করে আমার জীবনটা শেষ হয়ে যাবে !'
আমি বল্লাম, 'তা যাক ! ভালোই হবে !'
'তোমার জীবন, শেষ না হলে, বুড়ি বয়সে তুমি, দারুণ কষ্ট পাবে !'
'তবে এক কাজ করো, তোমার জীবনটা কাঁচের বয়েম-এ ভরে রাখো !'
'বাইরে থেকে দেখতে পাবে !'
'মনের আনন্দে থাকবে !'
'মনের আনন্দে নাচবে !'