শনিবার, ২৭ মে, ২০২৩

ঘরে বসে বিনামূল্যে আপডেট করুন আপনার Aadhaar Card, ১৪ জুন পর্যন্ত সময়

 

ঘরে বসে বিনামূল্যে আপডেট করুন আপনার Aadhaar Card, ১৪ জুন পর্যন্ত সময়

কোথায় এবং কীভাবে বিনামূল্যে Aadhaar Card এর তথ্য আপডেট করা যাবে

বর্তমানে প্রত্যেক ভারতীয়র জন্য আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যাবশ্যক নথিতে পরিণত হয়েছে। এই ১২-ডিজিট নম্বর যুক্ত ডকুমেন্টে নাগরিকদের সর্বপ্রকারের ব্যক্তিগত তথ্যাদি, যেমন – নাম, ঠিকানা, ছবি ইত্যাদির পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও থাকে। ফলে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র সংগ্রহ করা থেকে শুরু করে ট্যাক্স প্রদান, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, স্কুল-কলেজে ভর্তি হওয়া বা যেকোনো প্রকারের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ। তাই এহেন গুরুত্বপূর্ণ নথিতে কোনো তথ্য ভুল থাকলে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) তা শুধরানোর (Aadhaar Card Update) বিকল্প দিয়ে থাকে।

এক্ষেত্রে অনলাইন ও অফলাইনে আধার কার্ডের ডেটা আপডেট করার জন্য ৫০ টাকা ফি দিতে হয়। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে, কেন্দ্রীয় সরকার সীমিত সময়ের জন্য অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত নাগরিকদের তাদের আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করার অনুমতি দিচ্ছে। এর জন্য আধার কার্ডধারীদের myAadhaar (https://myaadhaar.uidai.gov.in/) পোর্টালে যেতে হবে। যদিও তথ্য আপডেট করার ক্ষেত্রে কিছু শর্তও রেখেছে UIDAI। নিচে বিস্তারে এই বিষয়ে আলোচনা করা হল।

কোথায় বিনামূল্যে Aadhaar Card এর তথ্য আপডেট করা যাবে?

আধার কার্ডধারীরা ‘মাইআধার’ পোর্টালে (https://myaadhaar.uidai.gov.in/) গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে উক্ত নথির ডেটা আপডেট করার সুবিধা পাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনারা শুধুমাত্র ই-আধার পোর্টালের মাধ্যমেই নিখরচায় আধারের তথ্য আপডেট করাতে পারবেন। আর নিকটবর্তী কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এই কাজটি করলে ৫০ টাকা দিতে হবে।

অনলাইন মোডে আধার কার্ডে কি কি তথ্য আপডেট করা যাবে?

UIDIA -এর নির্দেশিকা অনুসারে, আধার কার্ড ধারকেরা শুধুমাত্র ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে তথ্য আপডেট করতে পারবেন। এই পরিষেবার অংশ হিসাবে ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (PoI) এবং ‘প্রুফ অফ অ্যাড্রেস’ (PoA) তথ্য আপডেট করার অনুমতি দেওয়া হচ্ছে৷ এটি আধার আপডেট সংক্রান্ত উক্ত সরকারি সংস্থা দ্বারা প্রদত্ত অন্যান্য আপডেট পরিষেবাগুলিকে প্রভাবিত করবে না৷

কোন কোন ভারতীয়দের PoI এবং PoA তথ্য আপডেট করা উচিত?

বিগত কয়েক মাস ধরে UIDAI, ভারতের প্রত্যেক বাসিন্দাকে তাদের ‘ডেমোগ্রাফিক ডিটেলস’ (demographic details) সংক্রান্ত তথ্য আপডেট করানোর আর্জি জানাচ্ছে। বিশেষত, যাদের আধার কার্ড ১০ বছর আগে তৈরি করা হয়েছে এবং তারপর থেকে আর কখনো তথ্য আপডেট করা হয়নি, এমন ব্যক্তিদের তাদের নথি আপডেট করানোর কথা বলা হচ্ছে। এর জন্য তাদের ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (PoI) এবং ‘প্রুফ অফ অ্যাড্রেস’ (PoA) সম্পর্কিত ডকুমেন্ট আপলোড করার জন্য অনুরোধ করছে UIDAI ৷

তবে আধারের তথ্য আপডেট করার সময় একটা বিষয় বিশেষভাবে নিশ্চিত করতে বলেছে UIDAI যে, কার্ডধারীরা যে তথ্যগুলি আপলোড করাচ্ছেন তা যেন আধারে উল্লিখিত বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? (How to update Aadhaar card online?)

১. প্রথমে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।

২. এরপর, ‘Aadhaar Self Service Portal’ ট্যাবে ক্লিক করুন।

৩. এবার একটি নতুন উইন্ডো খুলবে। এখানে আপনাকে আধার নম্বর এবং ক্যাপচা (Captcha) কোড লিখে পোর্টালে লগ ইন করতে হবে৷

৪. এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা OTP পাঠানো হবে, তা এন্টার করুন।

৫. লগইন করার পর, ‘Proceed to Aadhar Update’ লেখা একটি বাটন পাবেন, তাতে ক্লিক করুন।

৬. এই পেজে আপনি যে তথ্য পরিবর্তন করতে চান, তা বেছে নিন। একই সাথে, ড্রপ-ডাউন লিস্ট থেকে উপযুক্ত নথির ধরন চয়ন করুন এবং ভ্যারিফিকেশনের জন্য আসল নথিগুলির স্ক্যান করা কপি আপলোড করুন৷

৭. এবার ‘Proceed’ এবং পরবর্তীতে যাবতীয় তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে ‘Submit’ বাটনে ট্যাপ বা ক্লিক করুন।

৮. পরিশেষে, সার্ভিস রিকোয়েস্ট নম্বরটি লিখে রাখুন। কারণ এই নম্বর আপনাকে আপনার আধার কার্ডের আপডেট প্রক্রিয়ার অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করবে৷