বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

ইন্দোনেশিয়া




ইন্দোনেশিয়া


আমার গদ্যরচনার  'দর্শক'আসনে এখন 'ইন্দোনেশিয়া' এসে গেছে !

শুভার্থিদের শুভাকাঙিক্ষদের জানাচ্ছি !

নমস্কার !

প্রণব কুমার কুণ্ডু।

সুরিনাম




সুরিনাম


আমার 'কবিতাদর্শন'-এ এখন 'সুরিনাম'-এর নাম যোগ হয়েছে !

আটল্যান্টিক মহাসাগরের তীরে, দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে, 'সুরিনাম' রাষ্ট্র।

সুরিনাম, দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র।

সুরিনামের রাজধানী, 'পারামারিবো'।

সুরিনামে অনেক বক্সাইট খনি আছে !

সুরিনাম  বক্সাইট আকরিকের জন্য বিখ্যাত।

বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়।

সুরিনামে প্রায় ৩৭%  লোক ভারত থেকে এসেছিল এবং তারা হিন্দু ছিল।

বতসোয়ানা




আমার 'কবিতা দর্শনে' নবতম সংযোজন, 'বতসোয়ানা'।

 ওখানে প্রায় দশ হাজার হিন্দু রয়েছেন ! দেশটিতে সনাতন ধর্মের জাগরণ সৃষ্টি হয়েছে ! বহুমানুষ হিন্দু ধর্মে দীক্ষিত হচ্ছেন ! দেশটির, Gaborone শহরে নির্মিত এক বিশাল মন্দির, দেশের সকলের দৃচ্টি আকর্ষণ করেছে ! মন্দিরটি দেখতে অনেক মানুষজন আসেন ! ওটা যেন একটি পর্যটন কেন্দ্র !

নীচে  'বতসোয়ানা'র  Gaborone শহরের সুন্দর মন্দিরটির  ছবি দেখানো হয়েছে !

'বতসোয়ানা' আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।

বতসুয়ানা। ইংরেজিতে,  Botswana, উচ্চারণ,  'বট্‌সুয়ানা'।

১৯৬৬ সালে বর্তমান বতসুয়ানা ব্রিটেনের কাছ থেকে, স্বাধীনতা লাভ করে !

তার আগে বতসুয়ানার নাম চিল, 'বেচুয়াল্যাণ্ড'।

দেশের সংখ্যাগরিষ্ঠ জাতি 'সুয়ানা'।

জাতির নাম থেকে, দেশের নাম এসেছে !

বতসোয়ানার জনগণ, দেশের একমাত্র রেলসড়ক ও দেশের দক্ষিণ দিকে, দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছাকাছি অঞ্চলে বসবাস করেন।

'হীরা'ও অন্যান্য খনিজ ধাতুর খনিগুলির জন্য, বতসোয়ানা,  অর্থনৈতিকভাবে বেশ উন্নত এবং ধনী দেশ।

স্বাধীনতার পর থেকে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির 'হার' ারো বেড়েছে।

দেশের অধিকাংশ স্থান, শুষ্ক ও চাষবাসের অনুপযুক্ত।

মধ্য ও দক্ষিণ-পশ্চিম ভাগের, অধিকাংশ জায়গা জুড়ে 'কালাহারি' মরুভূমি।



আমার গদ্যরচনায় দেশের নাম ( দুই )

দেশ অনুসারে পৃষ্ঠাদর্শন                                  আমার গদ্যরচনায় দেশের নাম ( দুই )

ব্লগ দর্শকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশের গ্রাফ
প্রবেশপৃষ্ঠাদর্শন
ভারত
976
মার্কিন যুক্তরাষ্ট্র
593
জার্মানি
76
পোল্যান্ড
24
আয়ারল্যান্ড
10
নেদারল্যান্ডস
8
ফিলিপাইন
4
বাংলাদেশ
2
ডেনমার্ক
2
ব্রাজিল
1