আমার 'কবিতা দর্শনে' নবতম সংযোজন, 'বতসোয়ানা'।
ওখানে প্রায় দশ হাজার হিন্দু রয়েছেন ! দেশটিতে সনাতন ধর্মের জাগরণ সৃষ্টি হয়েছে ! বহুমানুষ হিন্দু ধর্মে দীক্ষিত হচ্ছেন ! দেশটির, Gaborone শহরে নির্মিত এক বিশাল মন্দির, দেশের সকলের দৃচ্টি আকর্ষণ করেছে ! মন্দিরটি দেখতে অনেক মানুষজন আসেন ! ওটা যেন একটি পর্যটন কেন্দ্র !
নীচে 'বতসোয়ানা'র Gaborone শহরের সুন্দর মন্দিরটির ছবি দেখানো হয়েছে !
'বতসোয়ানা' আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
বতসুয়ানা। ইংরেজিতে, Botswana, উচ্চারণ, 'বট্সুয়ানা'।
১৯৬৬ সালে বর্তমান বতসুয়ানা ব্রিটেনের কাছ থেকে, স্বাধীনতা লাভ করে !
তার আগে বতসুয়ানার নাম চিল, 'বেচুয়াল্যাণ্ড'।
দেশের সংখ্যাগরিষ্ঠ জাতি 'সুয়ানা'।
জাতির নাম থেকে, দেশের নাম এসেছে !
বতসোয়ানার জনগণ, দেশের একমাত্র রেলসড়ক ও দেশের দক্ষিণ দিকে, দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছাকাছি অঞ্চলে বসবাস করেন।
'হীরা'ও অন্যান্য খনিজ ধাতুর খনিগুলির জন্য, বতসোয়ানা, অর্থনৈতিকভাবে বেশ উন্নত এবং ধনী দেশ।
স্বাধীনতার পর থেকে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির 'হার' ারো বেড়েছে।
দেশের অধিকাংশ স্থান, শুষ্ক ও চাষবাসের অনুপযুক্ত।
মধ্য ও দক্ষিণ-পশ্চিম ভাগের, অধিকাংশ জায়গা জুড়ে 'কালাহারি' মরুভূমি।