শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

বিভূতি ( গদ্য )


বিভূতি ( গদ্য )



বিভূতি।
অষ্টবিধ যোগলব্ধ ঐশ্বর্য !

যথা :--

অণিমা
লঘিমা
ব্যাপ্তি
প্রাকাম্য
মহিমা
ঈশ্বিত্ব
বশিত্ব
কামবসায়িতা

অণিমা।
অণুভাব। অণুত্ব। সূক্ষ্মতা।
'অণিমা'-এর প্রভাবে, সিদ্ধযোগিগণ, অণুতুল্য সূক্ষ্মরূপ ধারণ করে, অলক্ষিতভাবে, সর্বত্র, বিচরণ করতে পারেন !
যেন,  'সূক্ষ্মভূতা বিচরতি' !
তখন যোগিগণের আহারও অল্প অতি !
অণিমা।
যোগবলে, শরীরকে, অণুতুল্য সূক্ষ্ম করার শক্তি !
যেমন, দেবতারা, সকলের অলক্ষ্যে, সর্বত্র, ভ্রমণ করতে পারেন !
তবে, ভ্রমণ করতে গেলে, দেবতাদের  'বাহন'-এর প্রয়োজন পড়ে !

লঘিমা।
লঘিমা, একটি সাত্ত্বিক ভাব !
যে  অলৌকিক শক্তির দ্বারা, দেহকে, ইচ্ছামতো লঘু এবং সূক্ষ্ম করা যায় !

ব্যাপ্তি।
বিস্তৃতি। প্রসার। বিশালত্ব।
ব্যাপন।
সর্বত্র স্থিতি !
স্মরণ করুন, 'বিরাট' !

প্রাকাম্য।
অপরিসীম স্বাধীনতা ভোগের অলৌকিক শক্তি !
ভোগেচ্ছা পূর্ণ করার ক্ষমতা !

মহিমা।
মাহাত্ম্য। মহত্ত্ব। গৌরব।
যেমন, দেবতাদের মহিমা !

ঈশ্বিত্ব।
ঈশিতা।
ঈশ্বরত্ব। ঈশ্বরের মহিমা ! যেটা কিনা, ঈশ্বরের ঐশ্বর্যবিশেষ !
প্রভুত্ব ! বা, অন্যেদের ওপর, প্রভুত্ব করার ক্ষমতা !

বশিত্ব।
বশিতা।
যোগলব্ধ ঈশ্বরীয়, অর্থাৎ ঐশ্বরিক শক্তিবিশেষ !
বশীকরণের ক্ষমতা !
সুতরাং, বিভূতিযুক্ত যোগিদের থেকে সাবধান !
তাঁরা, আপনাদেরও, বশীভুত করতে পারেন !
বশিত্ব-তে, ভূত ও ভৌতিক পদার্থও যোগিদের বশে এসে যায় !

কামবসায়িতা।
কামবশায়িতা।
যোগিদের, নিজেদের, সর্বকামনা, পূরণ করবার ক্ষমতা !
আবার, হতে পারে, ইন্দ্রিয়নিগ্রহ শক্তি !
যোগিরা, যেরূপ সঙ্কল্প করেন,  ভূত এবং প্রকৃতি,  সেইরূপে অবস্থান করেন !