ধর্ম ( দুই )
প্রণব কুমার কুণ্ডু
ধর্ম ( দুই )
ধর্ম।
অভিধানমতে, নিষ্ঠার সঙ্গে, সৎসঙ্গ করাই, ধর্ম।
দীপিকাগ্রন্থমতে, পুরুষের বিহিত ক্রিয়া-সাধ্য গুণের নাম, ধর্ম।
পুরাণমতে, যাহার দ্বারা লোকস্থিতি বিহিত হয়, তাহাই ধর্ম।
মহাভারতমতে, ধর্মের লক্ষণ অহিংসা।
যুক্তিবাদিমতে, মানুষের জন্য, কর্তব্য কর্ম করাই ধর্ম।
জ্ঞানবাদিমতে, মনের যে প্রবৃত্তি দ্বারা, বিশ্ববিধাতা পরমাত্মার প্রতি ভক্তি জন্মে, তাহার নাম ধর্ম।
আমারমতে, প্রাচীন ঐতিহ্যমণ্ডিত 'হিন্দুধর্ম'ই, হওয়া উচিত, আমাদের সকলের ধর্ম।
* সূত্র : সুবলচন্দ্র মিত্র। সরল বাঙ্গালা অভিধান। পৃষ্ঠা ৬৮৯।